নিরস্ত্র রাখাল

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: শনি, ১৬/০৫/২০০৯ - ১০:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

যে-রাখাল নিরস্ত্র তার ঘুমিয়ে থাকার সময়
পাহারা দেবে না কেউ;
পাড়া-বেপাড়ার শত্রু-মিত্র সব
তার খোলা গলায়
ছুরি শানাবে

ঘুমন্ত রাখাল
অবলীলায় ঘুমিয়েই যাবে
আমরণ;

ঘুমের ভেতর মরতেছে বলে রাখালের
আহা চেনাই হবে না শেষবেলায়
কে ছিলো মিত্র কে শত্রু।

খোলা মাঠ পেয়ে গেলে,
ঘুমিয়ে থাকো-
নিরস্ত্র রাখালের মতো॥


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

প্রথম পাঠেই মনে হলো, এ কবিতা সঞ্জীব চৌধুরী খুব চমৎকার করে সুরে গেঁথে গাইতে পারতেন...

তানবীরা এর ছবি

ঘুমের ভেতর মরতেছে বলে রাখালের

পলাশদা, এই লাইনটা যদি এভাবে হয়, ঘুমের ভেতর মরেছে বলে রাখালের

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পলাশ দত্ত এর ছবি

মরেছে বললে তো অতীতকাল হয়ে যাবে, মারা যাচ্ছে/মরে যাচ্ছে বোঝাবে না; মরতেছে বললে মারা যাচ্ছে/মরে যাচ্ছে বোঝায়?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

হাসান মোরশেদ এর ছবি

শুনেন কবি মশাই, যদি নিজের জন্য শুধু লিখেন-যেমনে খুশী লেখেন কিন্তু পাঠকের পঠনের বিষয়টা যদি কিঞ্চিৎ বিবেচনায় রাখেন তাহলে লাইনে আসেন- প্রমিতের সাথে কথ্যের প্যাঁচ লাগাবেননা। হয় প্রমিতে না হয় কথ্যে থাকেন।

কবিতা ভাল্লাগছে।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

পলাশ দত্ত এর ছবি

মশাই, পাঠক কি শুধু প্রমিততেই কথা বলে!
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অর্জুন মান্না [অতিথি] এর ছবি

কবিতা ভাল্লাগছে কবি।
আর যা বলতে চাই সেটা দু'জন বলে ফেলছে।
তবু হুট করে এমন কথ্যের শব্দ একদম খারাপ লাগেনা মনে হয়।
আরো কিছু করলে বুঝা যাবে কই দাড়ায় ব্যাপারখানা

পলাশ দত্ত এর ছবি

আরো কিছু করলে। হুম...
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

উজানগাঁ এর ছবি

মনে হচ্ছে এটা সচেতনভাবে করা। অনুমান সত্য হয়ে থাকলে, আরো কিছু কবিতা একসাথে পড়তে ইচ্ছুক। তাতে হয়তো বুঝতে সুবিধা হবে কিছুটা।

পলাশ দত্ত এর ছবি

সচেতনভাবে? জানি তো না। হাটে-মাঠে কথা যখন বলি ক্রিয়াগুলো সচেতনে বলি? জানি তো না জানি তো না
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

উজানগাঁ এর ছবি

কিন্তু জানতে যে হবেই। কবিতা বলে কথা ! দেঁতো হাসি

পলাশ দত্ত এর ছবি

জেনেবুঝে কবিতা লেখা? আমি এর পক্ষে নই।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

উজানগাঁ এর ছবি

তাইলে কোনো কথা নাই।

নাজনীন খলিল এর ছবি

খোলা মাঠ পেয়ে গেলে,
ঘুমিয়ে থাকো-
নিরস্ত্র রাখালের মতো॥

ভাল লাগল।

পলাশ দত্ত এর ছবি

অনেক ধন্যবাদ।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ঘুমের ভেতর মরতেছে বলে রাখালের
আহা চেনাই হবে না শেষবেলায়
কে ছিলো মিত্র কে শত্রু।
ভাল্লাগলো। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পলাশ দত্ত এর ছবি

ঘুমের ভেতর মরতেছে বলে রাখালের। হ্যা, শুধু ঘুমের ভেতর মরতেছে বলে
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

ফারুক হাসান এর ছবি

ভালো লাগলো পড়ে।

পলাশ দত্ত এর ছবি

ভালো লাগা মন্দ লাগা। ভালো লাগা মন্দ লাগা। এর ভেতরেই তো...
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আহমেদুর রশীদ এর ছবি

নির্বাক স্রোতা হয়ে যে কবিতা পড়ে শুধু রাখলাম।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

পলাশ দত্ত এর ছবি

সবাক ধন্যবাদ। হাসি
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।