বৈশাখী

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: সোম, ১৪/০৪/২০০৮ - ৫:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রুদ্র রোষের পবন হাঁকে
ঘূর্ণি এল পথের বাঁকে
আকাশ জুড়ে সোনার ঝাঁক
এল নব বৈশাখ।

(শেষ)

কমপক্ষে ৬-বছর আগের লেখা। প্রথম প্রকাশ সচলায়তনে।


মন্তব্য

শেখ জলিল এর ছবি

কমপক্ষে ৬-বছর আগের লেখা। প্রথম প্রকাশ সচলায়তনে।

..বেশ ভালো লিখেছেন। 'পবণ' বানানটি 'পবন' করে দিলে ভালো হয়।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ধন্যবাদ কবি। ঠিক করে দিলাম।

ধুসর গোধূলি এর ছবি

- নব বৈশাখের ছোঁয়ায় আনন্দঘন হয়ে উঠুক আপনার দিনমান-
শুভেচ্ছা অনেক
_________________________________
<সযতনে বেখেয়াল>

ঝরাপাতা এর ছবি

ছোট্ট মনকাড়া কবিতা... শুভ নববর্ষ।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।