ফুলছড়ানো পথে ২

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: শনি, ০২/০৫/২০০৯ - ৭:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলার ফুল নিয়ে আরো কিছু ছড়া। আজকেরগুলো ঠিক শিশুকিশোরদের জন্য এক্সক্লুসিভ নয়, তবে ভালোবাসার কথা সবাই বোঝে বোধ হয়।


গেরামভারী ফুল ফোটে না
নইলে মালীর যতন,
অল্পে এতো আর কে খুশি
নয়নতারার মতন?


বেলকুঁড়ি মালা দিয়ে সাজিয়েছো চুল,
রাতের আকাশে ছায়াপথ বিলকুল!


মায়াভরা চোখে চায় সে মেয়েটি,
দেখেছো কি তা?
উঠোনের কোণে আমার সাধের
অপরাজিতা ।


মাঠের প্রান্তে এক বকুলের গাছ,
ঘাসের উপরে ঝরে ছোটো ছোটো ফুল,
গাছের ছায়ায় বাঁশি বাজায় রাখাল
ফুলের সুবাসে তার সুরে হয় ভুল ।


চুপিচুপি বসন্ত এসেছে দুয়ারে
কিন্তু খবর তার ক'রে দিলো ফাঁস,
নীল আকাশের মাঝে পাতাহীন ডালে
ফুটে থাকা অজস্র রক্ত পলাশ ।


মাধবীলতায় ঢাকা গেটের এ পারে
সাইকেলে ভর দিয়ে সন্ধে কাবার,
দোতলায় চুল বাঁধে বোসেদের মেয়ে,
জানবে কি কোনোদিন খবর আমার!

সঙ্গের নয়নতারার ছবিটি তুলিরেখার তোলা।


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

ভাল লাগল ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মূলত পাঠক এর ছবি

আশ্বাস পেলাম। তিরিশ জন পড়ার পরেও কোনো মন্তব্য নেই দেখে ভাবছিলাম এই ছড়াগুলো কি তা'লে সুবিধার হয় নি নাকি বিষয়টা অতিব্যবহৃত হয়ে গেলো এরি মধ্যে।

অনেক ধন্যবাদ, নুরুজ্জামান মানিক |

লুৎফুল আরেফীন এর ছবি

বাহ্! অতি সুন্দর!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

মূলত পাঠক এর ছবি

অনেক ধন্যবাদ, লুৎফুল আরেফীন |

ভুতুম [অতিথি] এর ছবি

ভালো লেগেছে।

মূলত পাঠক এর ছবি

অনেক ধন্যবাদ, ভুতুম।

জুলফিকার কবিরাজ [অতিথি] এর ছবি

বুচ্চি দাদা, আমাগো সচলায়তন স্কুলের চ্যাম্পিয়ন চাকতিডা আপনের গলাতেই উটবো।

মূলত পাঠক এর ছবি

টুর্নামেন্ট হইতেসে নাকি, আগে কইবেন তো! তাইলে ছড়া ছয়টা ক্যান, দুই ডজন কইরা দিতাম নে।

ভালা কথা শুনতে বড় ভালা লাগে রে ভাই। হাসি

দময়ন্তী এর ছবি

হুমম
৬ নং ছড়ায় বেশ একটা ইয়ে ব্যপার আছে৷
----------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

মূলত পাঠক এর ছবি

ঐ জন্যেই তো গোড়ায় নন-এক্সক্লুসিভিটি ক্লস লাগিয়েছি, তবে আজকালকার শিশুরা ইয়ে ভালোই বোঝে হাসি

সিরাত এর ছবি

আমি কবিতা এক বারে পড়ে কমই এপ্রেশিয়েট করতে পারি। কিন্তু পরে বারে বারে পড়লে ভাল লাগে। উদাহারন: নজরুলের দূরন্ত পথিক। প্রথম বার কি যে বিরক্ত লাগছে। পরে প্রায় মুখস্থ হয়ে গেছিল। ওটা যদিও কবিতা না।

আপনি কেন প্রথমেই কমেন্ট পাননি ব্যাখ্যা করতে পারে। ভাল কবিতা এপ্রিশিয়েট করা কঠিন ব্যাপার। বুঝাই যেই কঠিন। ইয়ে, মানে...

মূলত পাঠক এর ছবি

এইভাবে লজ্জা দিবেন স্যার? শেষে নজরুল ইসলাম অবধি?

আর এগুলির মানে বুঝা কঠিন হয়েছে বলছেন কি? তা'লে কিন্তু সেটা আমারই দোষ, ছড়া প'ড়ে মানে বুঝতে না পারা গেলে ভালো ছড়া বলা যায় না। যদিও আমার ধারণা ঐটা আপনি প্রশংসার্থেই বলেছেন, না হলে বসে বসে ভাবতাম কোন জায়গাটা কঠিন হলো। হাসি

থাংকু থাংকু হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

খুবই দারুণ। চালিয়ে যান...

মূলত পাঠক এর ছবি

অনেক ধন্যবাদ প্রহরী ভাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।