জাপানে পারমানবিক দুর্ঘটনার একবছর

মাহবুব রানা এর ছবি
লিখেছেন মাহবুব রানা [অতিথি] (তারিখ: রবি, ১১/০৩/২০১২ - ৩:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভুমিকম্পের সাথে জাপানের সখ্যতা পুরোনো। শুধু গত এক দশকেই ৬ মাত্রার উপরে হয়ে গেছে অনেকবার।

কিন্তু ১১ মার্চের ৯ মাত্রার ভুমিকম্পটি শুধুই অন্য আরেকটি ভুমিকম্প হয়ে থাকেনি। চেইন রিয়্যাকশনের মত ভুমিকম্প জন্ম দেয় সুনামির, সুনামি আছড়ে পড়ে লোকালয়ে, পরমানু স্থাপনায় আর বিধ্বস্ত পরমানু কেন্দ্র হয়ে ওঠে আরেক বিভীষিকা। নিহত হয় পনের হাজার মানুষ, তিন হাজার এখনো নিখোঁজ, বাস্তুচ্যুত করে দেড় লাখ অধিবাসীকে। তাত্ক্ষনিক এই ক্ষতি ছাড়াও কত শত হাজার মানুষ তাদের শরীরে বিধ্বস্ত পারমানবিক চুল্লির বিকিরন বয়ে বেড়াচ্ছে তার হিসেব এখনও জানা নেই। জানা নেই দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য, পরিবেশ, খাদ্যচক্রের উপর প্রভাব কি হতে যাচ্ছে। আর্থিক ক্ষয়ক্ষতিও এড়িয়ে যাবার উপায় নেই। বাংলাদেশের জিডিপির সমান আর্থিক ক্ষতি করে গেছে এই দুর্যোগ। ভৌত অবকাঠামো পূনর্নির্মানে সামনের বছরগুলোতে লাগবে আরো সমপরিমান অর্থ। জাপানের মত প্রযুক্তির উত্কর্ষে থাকা, ভুমিকম্প ব্যবস্থাপনায় এত এগিয়ে থাকা একটি দেশে সুনামি আঘাত করে আরো একবার জানিয়ে গেল প্রকতির কাছে মানুষ এখনও কত অসহায়!

জাপানের সুনামি আর তার পরবর্তী পারমানবিক দুর্ঘটনার একবছর হয়ে গেলো আজ। গতবছরের ঠিক এই সময়টাতে সপ্তাহ কয়েকের জন্য আমি বাংলাদেশে। জাপানে যখন ফিরে যাই তখন আমি জানি সবকিছু যেমনটি দেখে এসেছি, ফিরে গিয়ে তেমনটি আর দেখবার নয়। ফিরে গিয়ে তেমনটি দেখিওনি। মানুষের আচরণ, জীবনযাপন, ভবিষ্যত চিন্তা সবকিছুতেই যে পরিবর্তন দেখেছি, তা গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভব না, তাই সেদিকে যাচ্ছিও না।

জাপানি বন্ধুদের প্রতি সমবেদনা আর শুভকামনা।


মন্তব্য

মাহমুদ.জেনেভা এর ছবি

একটা গুছায়ে ইংরেজি ব্লগ লিখতে পারেন
আমার ল্যাবে দুইজন জাপানিজ এসেছে ২ মাসের জন্য
আপনার হয়ে আমি ম্যাসেজ আমি পৌঁছে দিব

মাহবুব রানা এর ছবি

আমার হয়ে না, আমাদের হয়ে শুভকামনাটা আপনিই পৌঁছে দিন।
ধন্যবাদ।

তাপস শর্মা এর ছবি

সত্যিই সেই কবে থেকে ওরা একটা সংগ্রাম করেই যাচ্ছে। ওদের স্যালুট।

মাহবুব রানা এর ছবি

জনসংখ্যার নিম্নগামীতা, সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থা, তার উপর সুনামি-পারমানবিক দুর্যোগ সব মিলিয়ে সংগ্রামটা আরো অনেকদিন চলবে বলেই মনে হচ্ছে। ধন্যবাদ।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

জাপানিদের প্রতি সমবেদনা আর শুভকামনা।

মাহবুব রানা এর ছবি

ধন্যবাদ।

নিঃসঙ্গ পৃথিবী এর ছবি

জাপানিজদের প্রতি সমবেদনা আর শুভকামনা।

নিটোল এর ছবি

ওদের একটা ব্যাপার খেয়াল করলাম- ওরা কখনো হারে না। ওদের জন্য শুভকামনা।

_________________
[খোমাখাতা]

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।