শঙ্খটা ভেঙেই ফেলো

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ১৯/০৫/২০০৮ - ১০:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

শঙ্খটা ভেঙেই ফেলো

হাতের শঙ্খের মতো ঘিরে আছো সংস্কার

ভাসাভাসা নদী এঁকে কী হবে?
ঢেউয়ের উচ্ছ্বাস নেই, কষ্ট নেই
এমন কি বিষাদও।

কারুপাঠ মেনে মেনে লুকিয়েছো
নখের হলুদ রঙ, ভুরুর বিস্তৃতি

ছেটেছো নিভৃতি- কথার কল্লোল

বরং শঙ্খটা ভেঙেই ফেলো
আর কোন অকল্যাণ
হবে না। #
(১১/০৬/২০০৭)


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বাহ্!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

guest_writer এর ছবি

অসাধারন ।

অভী আগন্তুক ।

তীরন্দাজ এর ছবি

আসাধারণ কবিতা আপনার!

কারুপাঠ মেনে মেনে লুকিয়েছো
নখের হলুদ রঙ, ভুরুর বিস্তৃতি

ছেটেছো নিভৃতি- কথার কল্লোল

অসম্ভব সুন্দর!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শেখ জলিল এর ছবি

অল্পকথার গভীরতা। ভালোলাগা কবিতা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সুন্দর!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।