অতৃপ্ত কাকাত্মা (যৌগাণুগল্প)

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২৬/০৫/২০০৮ - ৯:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

[ইহা একটি কাল্পনিক যৌগাণুগল্প। ইহাতে সৃষ্ট চরিত্রগুলিও তাই সন্দেহাতীতভাবেই কাল্পনিক। তবুও কেউ যদি অতিকল্পনার কারণে নিজের সহিত কোনরূপ সামঞ্জস্য খুঁজিয়া বাহির করেন, উহা সংস্লিষ্ট পাঠকের ভয়ঙ্কর সৃজনশীলতা বলিয়া গণ্য হইবে। সেই ক্ষেত্রে চরিত্রানুগ নামগুলির প্রতি লেখকের পক্ষ হইতে সবিশেষ কৃতজ্ঞতা জানাইয়া রাখা হইল।]

কা...কা...।
মুখোমুখি ফ্র্যাটের কার্ণিশ থেকে এক লাফে জানলাটায় এসে বসলো কাকটা। কা..কা..। সাংঘাতিক ব্যাপার তো ! দুটো বিষয় নতুন করে ভাবিয়ে তুললো বিপ্লবকে। প্রথমত আবর্জনায় ঘাটতি না থাকলেও গাছপালাহীন আধুনিক এ শহরে কোথাও কাক নেই। দ্বিতীয়ত অন্ত্যজ গোষ্ঠির একটা পাখি কী করে এতোটা দুঃসাহসী হয়ে মানুষের মুখোমুখি হতে পারে ? তিনি কাকটাকে তাড়া করলেন না।

প্লেটোর দর্শনে বিশ্বাসী এ সময়ের দুর্ধর্ষ ব্লগার বিপ্লব রহমানের মনোযোগটা সচল নেট থেকে সরে এলো। গভীর অন্তর্দৃষ্টি দিয়ে কাকটাকে পর্যবেক্ষণ করছেন। হঠাৎ যেন কুয়াশাময় একটা পর্দা সরে গেলো। তিনি কাকের ভাষা বুঝতে পারছেন !
এটা কি ঠিক করলেন বিপ্লব ভাই ?
কী ঠিক করলাম না ?
আপনারা সচল নেট থেকে কবি-সাহিত্যিকদের খেদিয়ে দিলেন !
পারলাম আর কই ! ওই পিছলা লীলেন আর বসুটাকে... ; কিন্তু তোমাকে তো... ?
আমি তো কবিতা ছেড়ে জেনগল্পের ভাষান্তর ধরেছিলাম !
মানে আপনি মুজিব ভাই ! স্লামালিকুম ! আরে ওখানে কেন ? আসেন আসেন, ভেতরে এসে বসেন.. ?
হাক্ হাক্ হাক্ !
কী ব্যাপার, হাসছেন নাকি ?
হাসছি না তো, কাঁদছি।
কেন ?
কাকের শরীর নিয়ে কি আর...
ও হাঁ, তাইতো ! আপনার এই অবস্থা কেন ?
অতৃপ্ত আত্মারা স্বর্গ বা নরকে ঠাঁই না পেলে কাক হয়ে ঘুরতে থাকে।
মানে ?
নরকের দরজাতে সন্যাসীকে যেভাবে প্যাদানো হচ্ছে, তা দেখেই সোজা ফিরে এলাম।
হু, কোথায় যেন পড়েছিলাম এরকম কাক হয়ে যাওয়ার একটা বিষয়। কিন্তু কই, আপনার কোন আত্মহত্যার খবর তো পাই নাই !
ওই লীলেন আর হিমুটাই চেপে রেখেছে ! আরেকবার এসে নেই সচলে, দেখাবো মজাটা..
হা হা হা !

ঝাঁকি খেয়ে ঘুমের রেশটা কেটে গেলো। মনিটরে চোখ পড়তেই সচকিত হয়ে ওঠলেন ! আরে, আবারো অতিথি লেখকে সয়লাব সব ! সবকটাই কি কবি আর সাহিত্যিক নাকি !
টেনে নিলেন কীবোর্ডটা। পৃথিবীর সমস্ত শব্দ চাপা পড়ে যাচ্ছে কীবোর্ডের খটাখট শব্দঝড়ে !
(২৬/০৫/২০০৮)


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা হা! (বিপ্লব)

রণদীপম বসু এর ছবি

হি হি হি !
হেরা টের পাইরে খবর আছে ! ও হো হো, ইহা কাল্পনিক।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍নরকের দরজাতে সন্যাসীকে যেভাবে প্যাদানো হচ্ছে,...

ভেতরে নেবার আগেই আমাকে প্যাঁদানো হচ্ছে! আর পরে যে কী আছে আমার কপালে। অ্যাঁ

ভাবছি, সময় থাকতেই আল্লা-নবীর নাম নেয়া শুরু করবো কি না চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রণদীপম বসু এর ছবি

রবীন্দ্রনাথের মাধ্যমে বাল্মিকীকে স্মরণ করুন-
সংসারে ঘটিবে যাহা তাহা নয়,
রচিবে তুমিই যাহা তাহাই সত্য সব।

(কথাটা হুবহু দিতে পারলাম না স্মৃতিবিভ্রমতায়)
ভালো আছেন তো ? ভালো থাকুন। ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রায়হান আবীর এর ছবি

মজা পাইলাম...

---------------------------------

রণদীপম বসু এর ছবি

আস্তো কন। কেউ না শুনে যাতে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহা খুব মজা করে লিখেছেন মজা পেলাম দেঁতো হাসি
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই তাইলে অবস্থা?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।