অনুকবিতাগুচ্ছ- ০১

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ১৩/০৬/২০০৮ - ১২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনুকবিতাগুচ্ছ- ০১

(০১)
চোখের উঠোন জুড়ে গভীর সাঁকো,
কে যে কোন্ পথে যাবে ডুববে কোথায়
চোখও কি জানে তা !

(০২)
দৃষ্টির পাড় বেঁধে চোখের সীমানা দেবে ?
গভীর কলঙ্ক হবে। বৈধতার ঘোড়াটাকে
কী করে খাওয়াবে বলো কেটে রাখা সংস্কারের ঘাস !

(০৩)
নামের কারিশমাতেই মুগ্ধ আমরা ;
নামটা বেড়ায় খুব,
মানুষটা রয়েই যায় গোপন গভীর।

(০৪)
লজ্জার গভীরে থাকে ক্রোধের শিকড়
তবু ক্রোধান্ধ ধমনী রাখে না কোনো লজ্জার আড়াল।

(০৫)
জরায়ু গভীর নয়, ইচ্ছাই অতল ;
কামনা বধির হলে শিশ্নতাই সম্বল।

(১০/০৬/২০০৮)


মন্তব্য

মুশফিকা মুমু এর ছবি

রণদীপম ভাই ১ নামবারটা ভাল লাগল হাসি খুব ভাল!
অন্য গুলো মনেহয় আরো ভাল কিন্তু এত শক্ত বাংলা না বোঝার ব্যার্থতায় কবিতার মর্ম বুঝতে পারলাম না মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রণদীপম বসু এর ছবি

আপনার চমৎকার মন্তব্যের শেষ অংশটাও তো একটা অণুকবিতা হয়ে গেছে ! খুব মজা পাইলাম। হা হা হা !
ধন্যবাদ মুমু।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অচেনা কেউ এর ছবি

২ নম্বরটা বেশ ভাল লেগেছে।অন্যগুলোও চমৎকার হয়েছে।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ অচেনা ভাই, মন্তব্যের জন্য।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পরিবর্তনশীল এর ছবি

এরকম নাম্বার দেয়া কোন লেখা পড়লে তুলনা করতে ইচ্ছে করে। কত নাম্বারটা সবচে ভালো?
আমার ১ ২ ৩ ৪ ৫ সবগুলাই ভাল্লাগছে।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রণদীপম বসু এর ছবি

হা হা হা ! আউলা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পরিবর্তনশীল এর ছবি

আউলা আমার বহুত পুরানা একটা নাম। চোখ টিপি

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রণদীপম বসু এর ছবি

এইবার তো আমিই আউলাইয়া গেলাম ! হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দৃষ্টির পাড় বেঁধে চোখের সীমানা দেবে ?
গভীর কলঙ্ক হবে। বৈধতার ঘোড়াটাকে
কী করে খাওয়াবে বলো কেটে রাখা সংস্কারের ঘাস !

দৃষ্টির পাড় বেঁধে চোখের সীমানা দেবে ?
গভীর কলঙ্ক হবে।
বৈধতার ঘোড়াটাকে
কী করে খাওয়াবে বলো কেটে রাখা সংস্কারের ঘাস !

দৃষ্টির পাড় বেঁধে চোখের সীমানা দেবে ?
গভীর কলঙ্ক হবে। বৈধতার ঘোড়াটাকে
কী করে খাওয়াবে বলো কেটে রাখা সংস্কারের ঘাস !

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

হুম, নজরুল ভাই, ঠিক জায়গাতেই ক্লিক করেছেন।
ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তীরন্দাজ এর ছবি

জরায়ু গভীর নয়, ইচ্ছাই অতল ;
কামনা বধির হলে শিশ্নতাই সম্বল।

কবিতায় কঠিন বাস্তবতারই বাঁধনহীন প্রকাশ! সুন্দর!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রণদীপম বসু এর ছবি

যাহা বাস্তব তাহাই সত্য।
বাস্তবতাকে অস্বীকার করা মানেই নিজের অস্তিত্বকেই অস্বীকার করা।

ধন্যবাদ তীরন্দাজ ভাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

জরায়ু গভীর নয়, ইচ্ছাই অতল ;
কামনা বধির হলে শিশ্নতাই সম্বল।

কোপানি!!!! সবগুলোই ভাল লেগেছে।


কি মাঝি? ডরাইলা?

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ দ্রোহী ভাই। তয় বন্দুকটা কি কান্ধেই থাকবো ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।