অণুকবিতাগুচ্ছ- ০২

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ১৪/০৬/২০০৮ - ৩:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

অণুকবিতাগুচ্ছ- ০২

(০৬)
স্বপ্নের লাল ফিতে মেপে মেপে বানিয়েছি ঘর,
সব কিছু আছে তার
নেই শুধু ভিতের পাথর।

(০৭)
আকাশটা বড়ো খুব, স্বপ্নটা আরও,
যে শুধু স্বপ্নই দেখে
আকাশ কি হারিয়ে যায় তারও ?

(০৮)
শব্দের বন্ধনে এলে অক্ষর অমর্ত্য হয়,
জীবনের বন্ধনে এলে
মৃত্যুর গন্তব্যে হাঁটে অমর্ত্য মানুষ।

(০৯)
বাইরের মতো ভেতরও উন্মুক্ত যার
শুদ্ধ মানুষ সে নিশ্চয়ই ;
হায়, শুধু ব্যক্তিত্বহীন !

(১০)
চশমা দেখে না কিছুই,
তবু তার হৃদয় খুঁড়েই
চোখেরা হয়ে ওঠে কান্ত চক্ষুষ্মাণ।

(১০/০৬/২০০৮)


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

শব্দের বন্ধনে এলে অক্ষর অমর্ত্য হয়

চমৎকার।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।