শব্দের খোঁয়াড়(অণুকবিতাগুচ্ছ)- ০৩

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ২০/০৬/২০০৮ - ৩:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শব্দের খোঁয়াড়(অণুকবিতাগুচ্ছ)- ০৩

(১১)
আপন চেহারা যার অনুপুঙ্খ পরিচিত খুব.
নিজেকে সে চেনে কি আদৌ ?
জীবন শুধুই তার প্রসাধনময়।

(১২)
তৃষ্ণার্ত মানুষ কি ক্ষুধার্তও হয় ?
আসলেই ক্ষুধার্ত যে
সে কি তৃষ্ণার্তও নয় ?

(১৩)
মূর্খের হাতে পরেছে বিজ্ঞের মুকুট যে-
তাকে দেখে মূর্খেরা লজ্জানত,
বিজ্ঞেরা এড়িয়ে যায় তাকে।

(১৪)
নাভির উচ্চতায় মাপা মানুষের নিজস্ব জীবন-যাপন ;
বাকিটা নিজের নয়-
যা তার মানবিক ভিন্ন পরিচয়।

(১৫)
বুকের প্রকোষ্ঠে থাকে ভয়, খুলির গভীরে রাখা হিংসার ভাগাড়
আর যা কিছু প্রেম সব লিঙ্গের গোঁড়ায় ;
এই তো মানুষ যার নেই কোন আত্মপরিচয়।

(১২/০৬/২০০৮)


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রওশন ভাইয়ের দৌলতে অণুকবিতা সম্পর্কে ধারনা হইছিলো যেরম... টেস্ট আর টুয়েন্টি টুয়েন্টি...
আপনে অণু লিখলেন... কিন্তু টেস্টের মেজাজে...
কেম্নে কি?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

টেস্ট থাইকা ডাইরেক্ট টুয়েণ্টি-টুয়েণ্টিতে না গিয়া ফিফটি ফিফটি মেজাজে দিছি নজরুল ভাই।
হাত মকশো হইতাছে। বেশি মকশো হইলে হয়তো পরমাণুই ছাইড়া দিমু।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

এইগুলার নাম 'খণ্ডকবিতা' দিলেই মনে হয় ভালো হইব, তাই না ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।