কাজের কথা, বিশটি

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ০৫/০৮/২০০৮ - ১২:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto
কাজের কথা, বিশটি

এলোমেলো বিষ্টি
সংক্ষেপে বলি কথা
মাত্র বিশটি।

প্রথমে বলবো যা
কেউ বলে বাজে সব
হক কথা একটাই
বাকি সব বাজে রব।

কোন্ কথা হক কথা
ঠিক করে কোন্ জন
মুরগী না ডিম আগে
কোনটা যে মূলধন।

তার চেয়ে ভালো হয়
ঘোড়া নিয়ে চিন্তা
কদমে ছুটাও ঘোড়া
বেজে যাক্ ধিন তা।

কথা যদি ঘোড়া হয়
এসে যাবে ডিমটাও
কোনটা আসল হবে
কোনটা যে হবে ফাও।

তার চেয়ে ভালো হয়
চুপ করে চেয়ে রই
কী হবে বোবার মুখে
ফুটিয়ে কথার খই!

গুরগুর কথা-মেঘে
এলোমেলো বিষ্টি
একটাও বলবো না
কথা ছিলো বিশটি।
(০৭/০২/২০০৮)


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

আরে! বিশটা মূল্যবান কথা পড়বো ভেবে এসে দেখি খালি ঘোড়ার ডিম আর মুরগীর ডিম। তবে ছড়াটা ভালৈছে। চালিয়ে যান.........
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভূঁতের বাচ্চা এর ছবি

ভাল লেগেছে রণদীপম দাদা।
মজার আছে।

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।