কামরাঙা ছড়া - ০৪

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: মঙ্গল, ১১/১২/২০০৭ - ৪:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের প্রথম পাতায় আমার এই "খাইষ্টা" ছড়াগুলো যাতে জায়গা না পায় কোনওমতেই, সে কারণে প্রতিটি পর্বের আগে ছোটখাটো একটা ভূমিকা লেখার কসরত করতে হয়। বড়োই গাত্রদাহী সে কাজ!

(এই সিরিজের অধিকাংশ ছড়াই মৌলিক। তবে বেশ কয়েকটির আইডিয়া পেয়েছি রুশ ইরোটিক ফোকলোর থেকে। আর গোটা দু'-তিনেক আছে ইংরেজি ছড়ার ভাবানুবাদ।)

০৭.
গবেষক-প্রেমিক

আমার প্রেমিক মহাকাশবিদ
গবেষণা করে সবখানে,
আমার ব্লাউজ খোলে সে তো শুধু
MILKY WAY-র সন্ধানে।

০৮.
তালিকা

চুরি করে দেখে ফেলে প্রেমিকার ডায়রি
চোখ হলো ছানাবড়া - বলবো কী মাইরি!
কষ্টটা দুর্বহ -
ছেলেদের নামসহ
একটা তালিকা, দেখি, বানিয়েছে সদ্য
আমার নামের তাতে সিরিয়াল চোদ্দ!


মন্তব্য

হিমু এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সন্ন্যাসীকে সাধু বলছেন!
সন্ন্যাসী তো সাধুই (উভয়ার্থে) দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি

গুল্লি!



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

গুল্লি খাইয়া আমি কাইত হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুবিনয় মুস্তফী এর ছবি

কি দারুন
নিদারুন!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বিগলিত অতিশয় হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হাসান মোরশেদ এর ছবি

কবোষ্ণ!
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমার আগের লেখায় আপনার মন্তব্য ছিলো "ষ্ণ"। এবারে পেলাম "কবোষ্ণ!"। অচিরেই আস্ত এক বাক্য পাবো, মনে হচ্ছে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সেইরম। কাম - রাঙা।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দুঃখের রং নীল, ক্রোধের রং লাল। কামের রং কী?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এক ওস্তাদ বলছিল - কাম'এর রঙ বেগুনী।

সৌরভ এর ছবি

ছিহছিহ.. আপনাদের বাড়িতে বউ নেই?
(ইয়ে মানে, ইয়ে... সেরকম হচ্ছে! ঞ্ঝাক্কাশ!)


আবার লিখবো হয়তো কোন দিন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বাড়িতে বউ নেই। নেই বাড়ির বাইরেও চোখ টিপি
হেইর লাইগাই তো ডাঁটে লিখতা হায়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দৃশা এর ছবি

এই যুগের যুবসমাজকে বেত্তুমিজগিরির গড্ডালিকা প্রবাহতে আরো এক ডিগ্রি নিমজ্জিত করার ক্ষেত্রে আপনার অবদানের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খচিত থাকবে। সংসারের সন্ন্যাসীরাতো বড় ডেইঞ্চারাস জিনিস।(হাইসতে হাইসতে হেট বিষ)।

দৃশা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এই যুগের যুবসমাজকে বেত্তুমিজগিরির গড্ডালিকা প্রবাহতে আরো এক ডিগ্রি নিমজ্জিত করার ক্ষেত্রে আপনার অবদানের...

আমি নিমজ্জিত করলাম?
আপনে আমারে ডুবাইলেন হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শুনে হয়তো অবাক হবেন: এটা আমার ব্যক্তিগত জীবনের ঘটনা।
সেই তালিকাটি ছিলো অফার দেয়া পুরুষদের নয়, শয্যাসঙ্গীদের হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

অ্যাঁ

যদি কিছু মনে না করেন, আপনার সিরিয়াল কতো নাম্বারে ছিল? শয়তানী হাসি
_______________
বোকা মানুষ মন খারাপ

অতিথি লেখক এর ছবি

ভীষণ রসিক মশাই আপনি।তাই সবকটি কামরাঙা ছড়াই অতি সুমিষ্ট।

সু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনি নিজে "সু", তাই কুমিষ্ট তো আর বলতে পারেন না চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অয়ন এর ছবি

অতি খাসা হচ্ছে এই সিরিজখানা।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ। খাসাত্ব ধরে রাখার চেষ্টা করবো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি

হাফ-পকেট সাইজ একটা বই করা দরকার এইটা নিয়া...

লেখক সাহেব কি বলেন? হবে নাকি?

ভুল সময়ের মর্মাহত বাউল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বহু বছর আগে এই ছড়াগুলো বই আকারে প্রকাশের বাসনা ছিলো। দেশে লেখালেখি ও প্রকাশনা জগতের সঙ্গে আপাদমস্তক জড়িত এক বন্ধুকে খোঁজ নিতে বলেছিলাম এ-ব্যাপারে। তার কাছ থেকে আজতক কোনও হাঁ-না উত্তর পাইনি। খুব সম্ভব, কোনও প্রকাশক রাজি হননি এই জাতীয় লেখা প্রকাশে। তাই হাল ছেড়ে দিয়েছি অনেক আগেই। আপনার ধারণা, উৎসাহী প্রকাশক পাওয়া যাবে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি

আমার মনে হয় নিজেই ছাপায়া কোন পরিবেশক ধইরা বাজারে দেয়ার তরিকাটা সবচে ভাল।

ভুল সময়ের মর্মাহত বাউল

সুধীর এর ছবি

আপনার সিরিয়াল খুব ভাল লক্ষণ
আজকের নায়িকারা হিন্দীতে ভাবে'খন।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

একজন লিখলেন, যুবসমাজের অধঃপতনে আমি স্বর্ণালী ভূমিকা রাখছি চোখ টিপি আর আপনি বলছেন 'সুলক্ষণ'।
পাবলিকের মন বোঝা বড়ো দায় দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ফারুক হাসান এর ছবি

সন্ন্যাসী ফাটাইছে
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কী ফাটানোর দায়ে আপনি আমাকে অভিযুক্ত করলেন, তা কিন্তু বুঝলাম না চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

শেখ জলিল এর ছবি

ঝাক্কাস!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

গীতিকবির প্রশংসা পেয়ে কৃতার্থ বোধ করছি।
ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

এবারের দু'টোই অসম্ভব ভাল হয়েছে! হো হো হো
_______________
বোকা মানুষ মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।