বুক রিভিউ : পর্বতের নেশায় অদম্য প্রাণ

আব্দুল গাফফার রনি এর ছবি
লিখেছেন আব্দুল গাফফার রনি [অতিথি] (তারিখ: সোম, ২৮/০৪/২০১৪ - ৬:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:


জিম করবেট হলেন জঙ্গলের বিজ্ঞানী। জঙ্গলের প্রতি পরতে পরতে লুকিয়ে থাকে মৃত্যু, জিাঘংসা, কূটিলতা। সে সব শুধু সুনিপূণ ভাবে আবিষ্কারই করেনি করবেট, রীতিমত জঙ্গলের আইন তৈরি করে উত্তরসুরিদের জন্য একটা সুনির্দিষ্টি পথনির্দেশনা রেখে গেছেন। জঙ্গল আজ বিলুপ্তির মুখে, তাই করবেটের ‘‘জাঙাল লোর’’ কতদিন কাজে লাগবে তা নিয়ে সন্দিহান আমরা। কিন্তু অ্যাডভেঞ্চার যাদের রক্তে মিশে আছে, তারা কী থেমে যাবেন। না, তাই কি হয়! শিকারের নেশা মানুষ কমাতে বাধ্য হয়েছে, কিন্তু দিন দিন বেড়ে চলে পর্বতের হাতছানি। এক হিমালয়ই ভুলিয়ে ভালিয়ে তার বুকে ডেকে নিয়ে শত শত পর্বতারোহীর প্রাণ কেড়ে নেয়। হিমালয় যেন মায়াবী ঘাতক--সে এভারেস্টই হোক আর কাঞ্চনজঙ্ঘা কিংবা অন্নপূর্ণা। কিন্তু এর মায়ডাকও তো উপেক্ষা করার মত নয়। তাই পদে পদে মৃত্যুর হাতছানি উপেক্ষা করে, তুষারের বুকে অগ্নির উপাখ্যান রচনা করতে নিশিতে পাওয়া মানুষের মতো চূড়ার দিকে অগ্রসর হন অদম্য প্রাণ অভিযাত্রীকেরা।


এড ভিশ্চার্য

করবেটকে যদি জঙ্গলের বিজ্ঞানী বলা যায়, এড ভিশ্চার্যকে পর্বতের বিজ্ঞানী বলতে কারও দ্বিধা থাকার কথা নয়। পর্বতের প্রতিটা ধাপে, বরফের পরতে ঘাপটি মেরে থাকে বিভীষিকাময় মৃত্যু। তুষার ঝড়, তুষার ধ্বস--এসব তো আছেই। এসব থেকে নিজেকে রক্ষা করে কীভাবে সামিটে শেষ পেরেক ঠুকতে হয় তার অনুপুঙ্খ বর্ণনায় ঋব্ধ এই বই।
বইটিতে যদি ঢালাওভাবে পর্বত আরোহণের কৌশল টাইপের বর্ণণা থাকত তাহলে পাঠক ধরে রাখতে ব্যর্থ হত নিশ্চিত। এখানেই লেখকের মুন্সিয়ানা, করবেটের মতো তিনিও হাত বাড়িয়েছেন তাঁর দীর্ঘ মাউন্টেনার জীবনের রোমান্সকর অভিজ্ঞতার ঝুলিতে। সেখান থেকে একে একে তুলে এনেছেন কীভাবে তীলে তীলে নিজেকে মাউন্টেনার হিসেবে গড়ে তুলতে হয়, কীভাবে একটা দলকে নেতৃত্ব দিতে হয়, কীভাবে প্রতিটি পদচিহ্ন পর্বতের বুকে আঁকতে হয়, কী ভাবে বিপদগ্রস্ত সঙ্গিকে সহযোগিতা করতে হয়, কীভাবে পর্বতে রোপ ফিক্সড করতে হয়, কখন সামিটের প্রস্তুতি নিতে হয়, কখন সামিট থেকে ফিরে আসতে হয়? তুষার ঝড় কিংবা বরফ ধ্বসে কীভাবে আত্মরক্ষা করতে হয়--তাও হাতে কলমে দেখিয়ে দিয়েছেন এড ভিশ্চার্য।


মূল ইংরেজি বই

১৯৯৬ সালের এভারেস্ট বিপর্যয়ের চাক্ষুষ বর্ণণা আপনাকে টানটান উত্তেজনায় ঠাসা থৃলারের স্বাদ পাইয়ে দেবে। কিন্তু কিংবদন্তি পর্বতারোহী রব হল, গ্রে বল, কিংবা শঁতাল মাদুইয়ের নির্মম মৃত্যুতে দুফোঁটা চোখার জল সংবরণ করা সাধ্যাতিত।


সজল খালেদ

একটা কথা ভাবতে অবাক লাগে, এই বই যিনি অনুবাদ করেছেন, তাও এমন ঝরঝরে অনুবাদ--তিনি নিজেই কেন পাহাড়ের কাছে পরাজিত হলেন! তাঁর কী মনে ছিল না ভিশ্চার্যের কিংবদন্তি বাণী--“পর্বতারোহীদের পর্বতের মন বুঝতে হয়” কিংবা “সামিট করা বাধ্যতামূলক নয়, ফিরে আসা বাধ্যতামূলক।”

বন্ধুরা, বলছিলাম অকাল প্রয়াত পর্বতারোহী সজল খালেদের কথা। এড ভিশ্চার্যের এই বিখ্যাত বইটির অনুবাদ শেষ করেই তিনি পাহাড়ের বুকে নিজের জীবনকে সপে দিয়েছেন। বইটি পড়তে গিয়ে রব হল, গ্রে বল, কিংবা শঁতাল মাদুই যেমন আপনাকে কাঁদাবে, পুরো বইটা পড়ার সময় সজল খালেদ নামটাও পাথর চাপা দিয়ে আপনার বুকটা ভারী করে রাখবে।


আমরা যারা ঘরকুনো বাঙালী, বইটি তাদের কল্পনার ভেলার ভাসিয়ে একটানে নিয়ে যাবে হিমালয়ের দুলঙ্ঘনীয় ১৪ টি ৮০০ মিটার পর্বতের শিখরে।
“পাহাড়ের নেশায় অদম্য প্রাণ” বইটা বাংলায় প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। তবে এর সবচেয়ে বড় প্রাপ্তী প্রিয় কাজিদা অর্থাৎ কাজী আনোয়ার হোসেনের ভূমিকা। বইটির দাম ৪০০ টাকা।

ছবি: 
17/05/2012 - 12:40পূর্বাহ্ন

মন্তব্য

তারেক অণু এর ছবি

এড এক অসাধারণ পর্বতারোহী এবং সৎ মানুষ।

বইটি মানে অনুবাদ পড়েছি, ভাল লেগেছে, আসলে ছাপা হওয়ার আগেই সজল ভাই কিছু কিছু অংশ পাঠিয়েছিলেন ইমেইলে। কয়েক জায়গার নামের বানানে সমস্যা আছে, একটু আড়ষ্টতা আছে, কিন্তু ছাপা ও প্রোডাকশন খুব ভাল লেগেছে।

বিশ্বাস করতে কষ্ট হয়, বইটি হাতে আছে কিন্তু সজল ভাইয়ের সাথে আর দেখা হল না।

আব্দুল গাফফার রনি এর ছবি

অণুদা আমারও সেই অবস্থা। বইটা পড়ছি, কিন্তু সেই মানুষটা নেই ভাবতে গলার ভেতরে দলা পাকানো একটা অনুভূতি ঠেসে ধরছে।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আহ, সজল খালেদ! দেখা হয়েছিল একবারই---
"যদি হিমালয় হয়ে দুঃখ আসে"।।।

আব্দুল গাফফার রনি এর ছবি

আপনার সৌভাগ্য তাঁর সাথে আপনার দেখা হয়েছিল। আমার সে সৌভাগ্য হয়নি।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

মেঘলা মানুষ এর ছবি

সামিট করা বাধ্যতামূলক নয়, ফিরে আসা বাধ্যতামূলক।

-ইস, এই কাজটা যদি সজল খালেদ করতে পারতেন! মন খারাপ

আব্দুল গাফফার রনি এর ছবি

হ্যাঁ, ভিশ্চার্য এই কথাটা এই বইয়ে বার বার উচ্চারণ করেছেন। সজল খালেদও বার বার তা অনুবাদ করেছেন। কিন্তু---

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

আমাকে অনেকেই প্রশ্ন করেছিল “তুমি সজলকে যেতে বারণ করনি? ওতো আগেরবার যমের হাত থেকে বেঁচে এসেছে”।

আমি ওকে মানা করিনি, করেও খুব একটা সুবিধা হতো না। আমার বন্ধু সজল তার প্রথম প্রকাশিত বইটির নাম দিয়েছিল খুব ভেবেচিন্তে, ওর হৃদয়ের কথা স্পষ্টভাবে বলে দিয়েছিল মাত্র চারটি শব্দে ‘পর্বতের নেশায় অদম্য প্রাণ’।

......জিপসি

আব্দুল গাফফার রনি এর ছবি

সামিট করা বাধ্যতামূলক নয়, ফিরে আসা বাধ্যতামূলক।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

প্রৌঢ় ভাবনা এর ছবি

আপনার লেখা পড়ে একটি কথা খুব বলতে ইচ্ছে করছে, 'তারক অণু,

“সামিট করা বাধ্যতামূলক নয়, ফিরে আসা বাধ্যতামূলক।”

লেখাটার জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আব্দুল গাফফার রনি এর ছবি

আপনাকেও ধন্যবাদ পৌঢ়দা।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

সজল খালেদের দেহ ফিরিয়ে আনার উদ্যেগটা দু:খজনকভাবে গতবছর ব্যার্থ হয়েছিল।
এবার কি সেরকম কোন উদ্যেগ নেয়া হচ্ছে? কেউ কি বলতে পারবেন?
যদ্দুর জানি মে মাসের প্রথম দিকটাই সাধারনত এধরনের অভিযানের জন্য সঠিক সময়।
অবশ্য এভারেস্টে কিছুদিন আগে ঘটে যাওয়া দুর্ঘটনার কারনে এখনকার পরিস্থিতি বদলে যেতে পারে

-----------
বাপ্পীহায়াত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।