কৌস্তুভ অধিকারীর সাক্ষাৎকার - ভিডিও প্রকাশিত

সচলটিউব এর ছবি
লিখেছেন সচলটিউব (তারিখ: শনি, ০৫/০৩/২০১৬ - ৫:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় সচল,
সচলায়তনের ব্লগার কৌস্তুভ অধিকারী অতি সম্প্রতি চুল পেকে যাবার জন্য দায়ী একটি জিন IRF4 চিহ্নিত করেছেন। এই উপলক্ষ্যে আমরা কৌস্তুভের একটা সাক্ষাৎকার গ্রহণ করেছি। সাক্ষাৎকারটি পোস্টে সংযুক্ত ইউটিউব লিংক থেকে দেখতে পারবেন।

====================================================
প্রিয় সচল,
সচলায়তনের ব্লগার কৌস্তুভ অধিকারী অতি সম্প্রতি চুল পেকে যাবার জন্য দায়ী একটি জিন IRF4 চিহ্নিত করেছেন। [সুত্র]

এই উপলক্ষ্যে আমরা আগামী বাংলাদেশ সময় সোমবার ভোরে কৌস্তুভের একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছি। সাক্ষাৎকারটি ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সাক্ষাৎকার চলাকালীন সময়ে আপনারা এই পোস্টে আপনাদের প্রশ্ন জমা দিতে পারবেন।

সময়

ইউকে সময়: রোববার রাত ৯টা
ঢাকা সময়: সোমবার ভোর ৩টা
নিউইর্য়ক সময়: রোববার বিকাল ৪টা
শিকাগো সময়: রোববার দুপুর ৩টা
লস এঞ্জেলেস সময়: রোববার দুপুর ১টা


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

আমার প্রশ্ন্টা এখুনি করে রাখি, ঐ সময় ঘুমে থাকবো ...
ডাঃ কৌস্তুভ অধিকারী, আপ্নারা কী শ্বেত-ভল্লুক থেকে পাকা চুল সংগ্রহ করেছেন ?

মন মাঝি এর ছবি

১। আমার দাড়ি পাইকা যাইতাছে (কাঁচা-পাকা), অথচ মাথার চুল ঘুটঘুটে কালো। এমনকি গোঁফ পর্যন্ত কালো। দাড়ি ছাড়া আর কোথাও এক ফোঁটা পাকনা নাই। অস্বস্তিকর এবং অদ্ভূত ব্যাপার! এইডা কিভাবে হইলো? তাহলে কি দাড়ি থাইকা চুল আর গোঁফের মাকনা-ভাই পাকনা জিন আলাদা?

২। কাঁচা আর পাকা চুলে-দাড়িতে মিসম্যাচ হয়ে যাতে বিদঘুটে বা হাস্যকর না লাগে সেজন্যে সবসময় ক্লিন-শেভড থাকি - অথচ দাড়ি রাখার খুব ইচ্ছা। তাই প্রশ্ন - চুল মিয়া পাকবে কবে?

৩। আমার ৮ বছরের ছোটভাইয়ের চুলদাড়ি পেকে একাকার। অথচ আমার চুল-গোঁফের পাকার কথা মনেই নাই! এগুলি যদি জিনের কারনেই হয়ে থাকে, তাহলে আমার চুল পাকছে না কেন? অন্তত ৮ বছর আগেই পাকার কথা না?

****************************************

ত্রিমাত্রিক কবি এর ছবি

চুল পাকার সাথে বয়সের একটি কোরিলেশান আমরা সাধারণভাবে দেখতে পাই। এই কোরিলেশান কি শুধুই কোরিলেশান নাকি এদের মধ্যে কজ এন্ড ইফেক্ট সম্পর্ক আছে? অনেকের অল্প বয়সে চুল পেকে যায়, যদিও এরকম মানুষ সংখ্যায় খুব বেশি নয়। এর কারণ সম্পর্কে কি কিছু বলা যেতে পারে? এরকম মানুষের ক্ষেত্রে কি শুধু চুলটাই আগে পাকছে নাকি এজিংএর অন্য বৈশিষ্ট্যগুলোও আগে আগে চলে আসার কোনো সম্ভাবনা রয়েছে? মানে এরকম মানুষের তুলনামূলক দ্রুত মারা যাবার সম্ভাবনা কি বেশি বলা যেতে পারে?

এই জিনটি আর কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? সেগুলো কি এজিং এর সাথে সম্পর্কিত?

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই জিনকে নিয়ে কোনোরকম তাফালিং করা সম্ভব? বা মানুষের ক্ষেত্রে এ ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ করা কি শুরু হয়েছে? এ ব্যাপারে কোনো ধারণা দিতে পারেন?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

নিদ্রাগমন নিশ্চিত বিধায় কি বোর্ডের মাধ্যমে দুইটি প্রশ্ন রাখা হইল-
১। একই জিন কি চুলের পতন, অর্থাৎ ইন্দ্রলুপ্তির জন্যও দায়ী?
২। দায়ী জিন যেহেতু আবিস্কার করেছেন, এইটাকে ফালাইয়া দেওয়ার কোন তরীকা কি আবিস্কার করতে পারছেন?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

১। (পাকার আগের অবস্থা হিসাবে) কালো/বাদামী/লাল সব চুলের জন্যই কি আপনারা গবেষণা চালিয়েছেন?

২। এই জিন দ্বারা আর কি কি নিয়ন্ত্রিত হয়? অথবা, ভবিষ্যতে এটির সাথে গুঁতাগুঁতি করে চৌলিক নবযৌবন লাভ করতে গেলে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া (ভাল এবং খারাপ) হতে পারে?

৩। লিঙ্গভেদে এবং অঞ্চলভেদে এই জিনের কার্যকারিতার কোনও তফাত আছে কি?

৪। এই গবেষণা কি ভবিষ্যতে স্বাভাবিক অন্যান্য রং (কাল, লাল ইত্যাদি) এর জন্য দায়ী জিন সনাক্ত করতে কোনও সহায়তা করবে? (দিব্যচক্ষে দেখতে পাচ্ছি, সেটি হলে আনিস কার্লমার্ক্সের* চেম্বারে 'জিনেটিক হেয়ার ডাই' নামে নতুন কাউন্টার উদ্বোধন হবে / *কপিরাইটঃ হিম্ভাই)

৫। মানুষ ছাড়া অন্য কোনও প্রাণীতেও কি এই (বা অনুরূপ) জিন ক্রিয়াশীল আছে?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

হিমু এর ছবি

চুল পাকার জন্যে যে জিনটি দায়ী, মানুষের দেহ বা স্বভাবের ওপর এর অন্য কোনো প্রভাব কি শনাক্ত করা গেছে বা শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে?

রুপম এর ছবি

বিজ্ঞানীদের সব সময় হাতের কাছে পাওয়া যায় না। এবার পাইছি। বিজ্ঞানী কৌস্তভকে বলতেই হবে, ওটা কোন কিতাব থেকে কপি করছেন, বেদ না কোরান?

অতিথি লেখক এর ছবি

গত বছরেও চুল ছিল চকচকে আঁধার কাল। এই বছরেই এসে ধুপধাপ পাকা শুরু হয়েছে। মন খারাপ এখনও বিবাহ করি নাই তাই শ্যালক-শ্যালিকার যন্ত্রণা থেকে বাঁচব কি করে সেই নিয়ে কিঞ্চিৎ চিন্তায় আছি। আমার প্রশ্ন হচ্ছে, চুল পাকার জন্য সুনির্দিষ্ট জিন তো চিহ্নিত হল, এখন এ থেকে পরিত্রানের কোন উপায় কি বের করা যাবে?

ফাহমিদুল হান্নান রূপক

অতিথি লেখক এর ছবি

প্রাণবন্ত আলোচনা। ভাল লাগলো। কৌস্তুভদা কে অভিনন্দন। সময়টা খারাপ বলে সাক্ষাৎকারের শেষের কিছু অংশ নিয়ে কেমন যেন একটা শঙ্কা লাগলো।

-আতোকেন

রোমেল চৌধুরী এর ছবি

সাক্ষাতকারটি উপভোগ করলাম। কৌস্তভ অধিকারীকে খুবই প্রাণবন্ত ও বিনয়ী প্রতিভাত হয়েছে। সচলায়তনের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানানোর সুযোগ পেয়ে ধন্য হলাম!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আয়নামতি এর ছবি

সাক্ষাতকার চমৎকার প্রাণবন্ত হয়েছে হাসি আন্তরিক অভিনন্দন কৌস্তুভ ভায়া! এই দারুণ উদ্যোগটার সূত্রধর হিসেবে মুর্শেদভাই ও সজীবভাইকে ধন্যবাদ।

এক লহমা এর ছবি

কৌস্তুভ, হাততালি
সাক্ষাৎকারগ্রহণে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাঝা!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তারেক অণু এর ছবি

বাহ, কৌ কে বেশ ইয়ং ইয়ং লাগছে, এর পিছনে কী জেনেটিক কারসাজি আছে?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।