জাতীয় ঐকমত্য

সজল এর ছবি
লিখেছেন সজল (তারিখ: বিষ্যুদ, ০৪/১০/২০১২ - ৯:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

খবরে প্রকাশ, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে।

prosperity

ছবিঃ গুগল ম্যাপ থেকে বানানো।


মন্তব্য

নূপুরকান্তি এর ছবি

শিরোনামটা বোধ হয় 'ঐকমত্য' হবে।একটু দেখে নেবেন।

সজল এর ছবি

ধন্যবাদ, ঠিক করে দিলাম।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

ওডিন এর ছবি

হাঁটা শুরু করলাম। হাসি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
অরফিয়াস এর ছবি

সমৃদ্ধির শিখরে যাত্রাপথে ঐ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সমৃদ্ধির ঝান্ডা দেখালে পারতেন।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সজল এর ছবি

পথকে টেনেটুনে সবগুলা সমৃদ্ধির উপর দিয়ে নিয়ে গেছি খাইছে রেড মার্কও বসিয়ে দেয়া যেত।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

তারেক অণু এর ছবি

গুল্লি
আর কত সহ্য করতে হবে-

অতিথি লেখক এর ছবি

আজীবন!

নির্ঝর অলয়

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

এই বোধহয় আমার দুর্ভাগা দেশের ভবিষ্যৎ! আগামী নির্বাচনে কী হবে বলা মুশকিল। কিন্তু বি,এন,পি এলে খুনী যুদ্ধাপরাধী পশুগুলো( ক্ষমা করো পশুকূল!) ছাড়া পেয়ে যাবে, নিজামী, মুজাহিদ আবার মন্ত্রী হবে এবং দেশ সংখ্যালঘু-মুক্ত হবে- সেটা ভাবতেই খারাপ লাগছে!

নির্ঝর অলয়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।