আঁকটোবর - চতুর্থ সপ্তাহ

সজীব ওসমান এর ছবি
লিখেছেন সজীব ওসমান (তারিখ: বিষ্যুদ, ২৭/১০/২০২২ - ৭:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

অর্ণবের প্রস্তাবানুযায়ী এবারের বিষয় জানালার বাইরে

প্রথমে ভেবেছিলাম ছোটবেলার একটা জানালা আঁকবো। একটা বিশাল কড়ই গাছ ছিলো। একদিন জানালার দিকে মুখ করে ঘুমিয়ে ছিলাম, বিদ্যুৎ চমকালো একেবারে আমার মুখের সামনে। ভয় পেয়ে হুড়মুড় করে উঠে দেখি কড়ই গাছ দুই ভাগ! সেই ছবিটা আঁকবো ভেবেছিলাম। তবে সূক্ষ জিনিসগুলা আর মনে পড়ছেনা, সেটা কল্পনাতেও আঁকতে চাইলাম না। সেজন্য সহজে কাজ সারলাম।

আমার একটা জানালা দিয়ে বাইরে তাকালে এমন দেখায়। সবুজে ঘেরা। যদিও ছবিতে ঠিকমতো ফোটাতে পারিনাই।

আপনার জানালার বাইরে কেমন?

Aecca phadaelum!


মন্তব্য

সাবিহ ওমর এর ছবি

অতিথি লেখক এর ছবি

চলুক

স্পর্শ এর ছবি

ফোরগ্রাউন্ডের গাছগুলো খুব সুন্দর হয়েছে। ব্যাকগ্রাউন্ডের অংশে দুয়েকটা দাগ দিয়ে স্রেফ আভাস দিলে ফোকাসটা সামনে থাকতো। ছবিটা আরো কম্প্যাক্ট হতো।


ইচ্ছার আগুনে জ্বলছি...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।