দু'টি গৌতুক

শেহাব এর ছবি
লিখেছেন শেহাব (তারিখ: রবি, ০৯/০২/২০১৪ - ৬:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১. গোলাম আজমের যাবজ্জীবনের ঠিক পরের সপ্তাহের ঘটনা। উজ্জীবিত যুদ্ধাপরাধী গোলাম আজম ঠিক করল বোনাস জীবনকে নতুন করে সাজাবে। পিজির ডাক্তারকে অনুরোধ করে সে বসুন্ধরা গোল্ড জিমে ভর্তি হল। দুই মাসে উচ্চতা বাড়ল দুই ইঞ্চি, বুকের ছাতি তিন ইঞ্চি, কোমর কমল চার ইঞ্চি। ফুরফুরে মন তবুও কখনও কখনও খচ খচ করে। কি যেন নেই, কি যেন নেই! নার্স ইদানীং আড়চোখে তাকায় কিন্তু এখনও কাছে আসে না। ডাক্তার অবশ্য বলে দিল,

- এরকম চললে তো আপনি আরো দশ বিশ বছর টিকে যাবেন। শাহবাগের লোকজন খালি বুক চাপড়াবে।

হঠাৎ গোলাম আজমের মাথায় বুদ্ধি খেলে গেল। এই জিনিসটা যদি করা যায় তাহলে নার্সও কাছে আসবে, শাহবাগও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।

ঘন্টা দুয়েক পরে কাছের একটি দামী সেলুন থেকে গোলাম আজম বের হল। জুলফি বড়, চুল ঘন কালো আর দাড়ি? নেই! তার পর ক্লিনশেভড গোলাম আজম রাস্তা পার হতে গিয়ে ট্রাকের তলায় পড়ল। মৃত্যুর ঠিক আগ মুহুর্তে সে বলল,

- ইয়া মাবুদ! এইটা তুমি কী করলা?

উপর থেকে গম গম কণ্ঠে কেউ একজন বলল,

- স্যরি গোলু, এত উপর থেকে আমি চিনতেই পারি নি এইটা তুমি ছিলা!

২. আপিলে গোলাম আজমের ফাঁসি হয়েছে। ডেট পরেছে ঈদের পর পর। ঈদের দিন সকালে পিজির গেটে প্রচুর ক্যাকটাস! গার্ডরা দেখল যতদূর চোখ যায় খালি ক্যাকটাসের লাইন আর লাইন। একটা আসছে কাটাবন থেকেম আরেকটা লাইন হাইকোর্ট থেকে, একটা বাংলা মোটর থেকে। ভয়াবহ অবস্থা! পরে সরকারের লোকজন খোঁজ নিয়ে জানল পৃথিবীর সব মরুভূমি থেকে দলে দলে ক্যাকটাসেরা পিজির দিকে রওনা দিয়েছে। জরুরী অবস্থা ঘোষণা করা হল। প্রথম যে ক্যাকটাস গেটের সামনে তাকে গার্ড জিজ্ঞেস করল,

- পিজিতে কি কাজ?

সে বলল,

- ছারের তো এইটাই শ‌্যাষ ঈদ, তাই কোলাকুলি করতে এসেছি। আমরা ছারকে খুব ভালা পাই।

অণুপ্রেরণা: প্লেটো এন্ড এ প্লাটিপাস ওয়াক ইন্টু এ বার


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

আপনে একটা অভিশাপ!

শুভেচ্ছা হাসি

অতিথি লেখক এর ছবি

মিজান, পিষে ফ্যালো হো হো হো

ইসরাত

স্পর্শ এর ছবি

মিজান, পিষে ফ্যালো


ইচ্ছার আগুনে জ্বলছি...

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

হা হা হা! নতুন মোড়কে শুনতে জম্পেশ লাগলো।

গৌতুক!!! গড়াগড়ি দিয়া হাসি

____________________________

রিসালাত বারী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

সাফিনাজ আরজু এর ছবি

মিজান, পিষে ফ্যালো
গৌতুক গজারু হয়েছে। হো হো হো

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

আয়নামতি এর ছবি

লেখা -গুড়- হয়েছে শয়তানী হাসি

এক লহমা এর ছবি

সাফিনাজ-দিদির মতই বলি, গৌতুক গজারু হয়েছে। হো হো হো
মিজান, পিষে ফ্যালো

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অনুপম ত্রিবেদি এর ছবি

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

মিজান, পিষে ফ্যালো

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি মিজান, পিষে ফ্যালো

কড়িকাঠুরে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মিজান, পিষে ফ্যালো দেঁতো হাসি দেঁতো হাসি হো হো হো হো হো হো গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গজারু বটে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

ইয়েস বাঘ মামা, ইয়েস!!!

_______________
আমার নামের মধ্যে ১৩

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।