'প্রার্থীকে প্রদত্ত অনুদান'

শেহাব এর ছবি
লিখেছেন শেহাব (তারিখ: মঙ্গল, ২৬/০৮/২০১৪ - ৯:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গত নির্বাচনে বিভিন্ন দলের খরচাপাতির হিসেব চলে এসেছে। এর মধ্যে সারণীতে সবার উপরে প্রার্থীকে দেয়া বিভিন্ন অনুদানের হিসেব দেয়ার তালিকা আছে। কেন যেন কোন সাংবাদিক বিভিন্ন প্রার্থীকে দেয়া অনুদানের তুলনামূলক চিত্র আঁকার ব্যাপারে আমার জানামতে এখন পর্যন্ত কোন উৎসাহ দেখালেন না। আমি সব দলের এই সংক্রান্ত তথ্যগুলো একজায়গায় করলাম।

১. বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - মোট তিনজন প্রার্থী ৪৪ হাজার টাকা অনুদান গ্রহণ করেছেন।
২. বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ - একুশ লক্ষ টাকা কিন্তু কতজন প্রার্থী বা কে কত টাকা অনুদান নিয়েছেন এসব তথ্য নেই।
৩. জাতীয় পার্টি - জেপি - বলা হয়েছে 'কপি সংযুক্ত' কিন্তু সেই কপি কোথায় পাব সেটি এখনও বুঝতে পারছি না।
৪. বাংলাদেশ আওয়ামী লীগ - কিছু বলা হয়নি, মন্তব্যে বলা হয়েছে 'নেই'।
৫. জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ - অনেকগুলো 'ক্রস' চিহ্ন ছাড়া আর কিছু নেই।
৬. গণতন্ত্রী পার্টি - এই কাগজটা একটু অদ্ভুৎ। উপরে যদিও পার্টির নাম লেখা আছে ফর্মের মধ্যে রাজনৈতিক দলের নাম বা ঠিকানা এসব ঘর পুরো খালি। টাকার ব্যাপারে শুধু একজনের কথা লেখা আছে যিনি ষাট হাজার টাকা নিয়েছেন।
৭. বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি - একত্রিশ লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু কতজন প্রার্থী বা কে কত টাকা অনুদান নিয়েছেন এসব তথ্য নেই।
৮. গণফ্রন্ট - একজন অনুদান নিয়েছেন বলা হয়েছে কিন্তু পরিমাণের ঘরে বলা হয়েছে প্রযোজ্য নয়।
৯. বাংলাদেশ তরিকত ফেডারেশন - বলা হয়েছে প্রযোজ্য নহে।
১০. বাংলাদেশ খেলাফত মজলিস - দুইটা শূন্য লেখা।
১১. বাংলাদেশ ইসলামী ফ্রন্ট - বলা হয়েছে প্রযোজ্য নয়। মন্তব্যের ঘরে লেখা হয়েছে 'দলীয় সিদ্ধান্ত' - এর মানে কী কে জানে।
১২. জাতীয় পার্টি - দুই কোটি টাকা কিন্তু কতজন প্রার্থী বা কে কত টাকা অনুদান নিয়েছেন এসব তথ্য নেই।

আমার প্রশ্ন:
এই তুলনামূলক চিত্র কি খবর হিসেবে বিক্রয়যোগ্য নয়? সাংবাদিকদের এ নিয়ে মাথা ব্যথা নেই কেন?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

শেহাব ভাই, ১০ আর ১১ কি একি খেলাফত মজলিস না দুটা দুই পার্টি? ঠিক বুঝলাম না।

- ইয়ামেন

শেহাব এর ছবি

ঠিক করে দিয়েছি।

অতিথি লেখক এর ছবি

চলুক

- ইয়ামেন

মরুদ্যান এর ছবি

সবই তো অর্থহীন তথ্য! দায়সারা কাজ আরকি। রেগে টং

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

সাংবাদিকেরা এখন ব্যাস্ত ,কে ঘুমিয়েছে বা সিগারেট খেয়েছে দেখতে। কারা জেগে ঘুমুচ্ছে সেটা দেখার সুমায়ের বড় অভাব !

রাজর্ষি

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু

সাক্ষী সত্যানন্দ এর ছবি

উনারা এখন নীতিমালা নিয়ে ব্যাস্ত, এখানে খুঁজিয়া পাওয়া যাইবে না।

তাছাড়া, যে ব্যাপারে তথ্য পাওয়া যায় সেখানে "স্টোরি" করা কষ্ট।
কে কোথা থেকে কি খুঁজে বার করে দেখিয়ে দেয়, ঠিক আছে?
যে ব্যাপারে পষ্ট তথ্য নাই সেখানেই "স্টোরি" করা নিরাপদ।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মাসুদ সজীব এর ছবি

দেশপ্রেমিক সাম্বাদিক ভাইরা ব্যস্ত আছেন সানি লিওনের গোলাপি ঠোটের গবেষনা নিয়ে, প্রিয়াংকার বিকনী নিয়ে, সালমানের প্রেমিকার তালিকা তৈরী করণে, শাহরুখের সমকামিতা নিয়ে, ক্যাটরিনা-রণবীরের লিভ টুগেদার নিয়ে।

এছাড়া তাহারা এখন গবেষনা করে কোন কোন কাজটি করলে সব রূপসীর সাথে আপনার প্রেম হবে, সংসার সুখের হবে, চাকরিত বেতন বাড়বে। এত গুরুত্বপূর্ণ গবেষনা বাদ দিয়ে কি-সব হিসেব নিকেশ করার সময় আছে? সবার আগে পাবলিক ডিমান্ড রেগে টং

হাসিব ভাইয়ের কথাটাই সত্য। তিনি বলেছেন বাংলাদেশের সাম্বাদিক আর মেথডের মাঝে কোন পার্থক্য নেই। হাসি

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

চলুক

____________________________

এক লহমা এর ছবি

চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অভিমন্যু . এর ছবি

চলুক

________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।