ঘুমপরী

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শুক্র, ০৭/০৯/২০০৭ - ১০:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

হঠাৎ হঠাৎ সহসাই কোনো রাতে
ঘুম কেড়ে নেয় এক ঘুমপরী
দুচোখে আলতো করে রাখে হাত, চুপিসারে বসে পাশে
ভেঙে যায় ঘুম মোলায়েম স্পর্শে তার!

ঠিক জানি না কোথায়, কবে, কোনখানে দেখা তার-
হতে পারে নায়েগ্রার পাশে, টেমস নদীর পাশে
ইউফ্রেটিসে, ভলগায়, দানিয়ূবে বা নীল নদের ধারে
কিংবা গাঙ্গেয় উপত্যকায় কোনো মাটির ঘরের দাওয়ায়।

দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরি বারবার
বাংলার মাটিতে মিশাই পিরামিডের মলিন আস্তর
খুঁজে ফিরি জীবন্ত মমিকে এই সমতটে।
যদিও চিনি না তাকে জানা ঠিকানায় আজো
শুধু চেনা চাহনিতে, নির্দিষ্ট আদলে দেখি স্বপ্নে
সে আমার ঘুমপরী- চোখের পাতার মায়া
ভাঙে ঘুম সহসাই, ফের তন্দ্রা আনে চোখে
এ অলস বিছানায় রোজ রাতে স্বস্তির শয়নে!

০৪.০৯.২০০৭


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

ঘুম কেড়ে নেয় ঘুমপরী?
হ্যালো জলিল ভাই!
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জলিল ভাই অদ্ভুত লাগল। এটা নিয়ে একটা সুর ঘুরঘুর করছে মাথায়। অনুমতি দিলে গান করতে পারি। কি অনুমতি মিলবে?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জলিল ভাই গানটা করছিলাম। কয়েকটা জায়গায় একটু পরিবর্তন দরকার।

হঠাৎ হঠাৎ সহসাই কোনো রাতে
ঘুম কেড়ে নেয় এক ঘুমপরী
দুচোখে আলতো করে রাখে হাত,
চুপিসারে বসে পাশে
ভেঙে যায় ঘুম মোলায়েম স্পর্শে তার!

আরেকটা লাইন দরকার। মানে প্রতি দুলাইনে একটা সাইকেল কমপ্লিট করছি। অবশ্য ফর্মেশন বদলে এমনটাই ব্যবহার করা যায়। আপনার মতামত চাইছি।

ঠিক জানি না কোথায়, কবে,
কোনখানে দেখা তার-
হতে পারে নায়েগ্রার পাশে,
টেমস নদীর পাশে
ইউফ্রেটিসে, ভলগায়, দানিয়ূবে
বা নীল নদের ধারে
কিংবা গাঙ্গেয় উপত্যকায়
কোনো মাটির ঘরের দাওয়ায়।

আমি এরকম হলে গান হিসেবে মজা পাচ্ছি।

ঠিক জানি না কোথায়, কবে,
কোনখানে দেখা তার-
হতে পারে নায়েগ্রার পাশে,
টেমস নদীর দেশে
ইউফ্রেটিসে, ভলগায়, দানিয়ূবে
অথবা নীল নদের ধারে
কিংবা গাঙ্গেয় উপত্যকায়
কোনো মাটির ঘরের দাওয়ায়।

"টেমস নদীর পাশে" লাইনটাও খাপছাড়া ঠেকছে। মাত্রা মিললে খুব সুবিধা হয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শেখ জলিল এর ছবি

হাসান মোরশেদ,
হ্যা, এখন ঘুমপরীই ঘুম কেড়ে নিচ্ছে। কেমন আছেন তারপর?

এস এম মাহবুব মুর্শেদ,
অনুমতি দিলাম এবং চালিয়ে যান পরিমার্জনা, পরিবর্ধন। আসলে গান হিসেবে স্থায়ী, অন্তরার মিল চিন্তা করে লিখিনি। আপনি নিশ্চয়ই খুব কষ্ট করে সুর করেছেন। খুব আনন্দিত হলাম। "টেমস নদীর পাশে" লাইনটিকে ''হয়েছে (ঘটেছে) সুয়োগ কথা বলার'' করে দেখতে পারেন....ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ। খানিকটা রের্কড করে আপনকে শোনাবো প্রথমে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শেখ জলিল এর ছবি

এস এম মাহবুব মুর্শেদ,
গানের মুখটায় আরেকটি লাইন দিতেও পারেন। না দিলেও চলে। দিলে এরকম হতে পারে-''এক হৃদয়ের দখিনা হাওয়ায''

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

anandi এর ছবি

khub shundor kobita kobita apurbo inshallah apni apnar ghumpori ke khuje paben
aro beshi beshi kobita likhen
ami apnar ardent fan................

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।