আলো কি করে নিষিদ্ধ করি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ২৮/০১/২০০৬ - ১১:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ভুল বুঝবেন না আড্ডাবাজ। জামায়াতে ইসলামী বাংলাদেশ নামের রাজনৈতিক দলটির প্রতি আপনার বিরাগ আমার বোধের অতীত নয়। কিন্তুতাদের সদস্যদেরকে আপনার লেখা ব্লগ থেকে দূরে রাখার কৌশল আমি গ্রহণ করতে পারছি না।
ইসলাম ও কোরান-সুন্নাহর আইন প্রতিষ্ঠার কথা বলেই তারা সাধারণ ধর্মপ্রাণ মানুষের সমর্থন জয় করে থাকে। তাদের কূটকৌশল সাধারণ মানুষের কাছে ধরা পড়ারও কথা নয়। সুতরাং তাদের সদস্যদের মধ্যেও অনেকে আছেন যারা বিভ্রান্ত। পূর্ণাঙ্গ সত্য জানার সুযোগ তাদের হয়নি। তারা সরল বিশ্বাসে ঠকেছেন। এ ধরনের নির্দোষ লোককে আমরা নির্দয়ভাবে দূরে ঠেলে দিতে পারিনা। তাদেরকে যুক্তিসঙ্গক ভাবনা চিন্তার সূত্র ধরিয়ে দিতে হবে। সেকারণেই আপনার ব্লগ থেকে তাদেরকে সরিয়ে রাখলে পরোক্ষে জামায়াতকেই উপকার করা হবে।
ভেবে দেখবেন আশা করি। বরং আমি প্রস্তাব করি, তাদেরকে মুক্তভাবে কথা বলার সুযোগ দিন। এবং তাদের কথা শুনুন ও তাদের কাছে আপনার বক্তব্য যুক্তি দিয়ে তুলে ধরুন। এতে তাদের কাছে আলো ও অন্ধকারের পার্থক্য ধীরে ধীরে ধরা পড়বে। দয়া করে তাদের জন্য সকল আলোর সূত্র নিষিদ্ধ করবেন না।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।