ফের ক্যামেরাবাজির কোর্স (কারসাজির ক্যামেরাবাজি-৮)

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ১৩/০৩/২০১০ - ৯:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘর সামলানো
অসমাপ্ত কোর্সটা আবার চালু হলো। কিছুটা উস্কানি, কিছুটা অনুরোধ আর দীর্ঘদিন ব্লগাই না বলে একটা তাড়া কাজ করছিল -ফের শুরু হোক। তবে গত দফায় দেখেছি অনেকে আগ্রহ দেখান কিন্তু কোর্সের কাজ মানে ছবি তুলে জমা দেন না। এতে সমন্বয়ক হিসেবে উৎসাহ আর থাকে না। যারা নীরব পাঠক তারা যদি একটু আওয়াজ দেন তাহলে বুঝতে সুবিধা হয় কার কী আব্দার।

নতুন কোর্স শুরু হচ্ছে
এই দফায় কোর্স চলবে ছয় মাস ধরে। স্বার্থকভাবে কোর্স সম্পন্নকারীরা পাবেন সফলতার সার্টিফিকেট। তবে ছবি তোলার দক্ষতা অর্জন করাই মৌল উদ্দেশ্য আমাদের।

ছয় মাসে আমরা ক্যামেরাবাজির মূল দক্ষতাগুলো শান দেয়ার চেষ্টা করবো, ভুল-ত্রুটিগুলো চেনার চেষ্টা করবো আর ক্যামেরার চাবিগুলোর কাজ-কর্ম, ভাবচক্কর বুঝতে চেষ্টা করবো। ছয়মাসে আমরা ছয়টি জনপ্রিয় বিষয়ে হাত পাকাবো। সুতরাং ছয়মাস পরে এই বিষয়গুলোতে মানসম্পন্ন ছবি তুলতে আপনারা দক্ষ হয়ে উঠবেন - এমনটাই আশা। বিষয় ছয়টি হচ্ছে : ১.শাহরিক ভূমিচিত্র (আরবান ল্যান্ডস্কেইপ), ২.স্থির জীবন (স্টিল লাইফ), ৩.পশু-পাখি ও বন্যপ্রাণী, ৪..প্রকৃতি, ৫.মুখচ্ছবি (পোর্ট্রেট), এবং ৬.গ্রামিক ভূমিচিত্র (রুরাল ল্যান্ডস্কেইপ)।

(আগেই বলেছি তবু আবার কবুল করি - শেখে ও চর্চা করে ওস্তাদ হওয়ার পর শিক্ষাদান করে মহাত্মা হতে এই উদ্যোগ নেইনি। সবাইকে সাথে নিয়ে ক্যামেরাবাজিতে দক্ষ হয়ে ওঠার আশা নিয়েই এই আয়োজন। আপনারা আগ্রহ নিয়ে শিখলে আমার শেখাটা হয়ে যায় মুফতে।)

ছয়মাসের এই কোর্সে আমরা ধারাবাহিকভাবে নীচের বিষয়গুলোতে ছবি তুলে তুলে কম্পিউটারের হার্ডড্রাইভ ভরে ফেলবো।

১. শাহরিক ভূমিচিত্র (আরবান ল্যান্ডস্কেইপ): মার্চ -এপ্রিল
উদ্দেশ্য: শাটারস্পিডের কারিকুরি শেখা। শাটারস্পিড নিয়ন্ত্রণ করে দারুণ সব শাহরিক দৃশ্য ক্যামেরাবন্দী করা।

২. স্থির জীবন (স্টিল লাইফ) – এপ্রিল-মে
উদ্দেশ্য: এ্যাপারচারের নিয়ন্ত্রণ আর আলোর ব্যবহার শেখা। এ্যাপারচার আর আলো-কে নিয়ন্ত্রণ করে ছবির বিষয়বস্তুকে দৃশ্যপট থেকে আলাদা করে তোলা, আলোকিত করে তোলা।

৩.পশু-পাখি ও বন্যপ্রাণী – মে-জুন
উদ্দেশ্য: এক্সপোজারের কৌশলগুলো শেখা। গতিশীল প্রাণীকে ফ্রেমে থামিয়ে দিয়ে দৃশ্যপট থেকে আলাদা করে দেখানো।

৪. প্রকৃতি – জুন-জুলাই
উদ্দেশ্য: ক্লোজ-আপ ছবি তোলার কৌশল রপ্ত করা। বিষয় অনুযায়ী যথাযথ জমিনের গভীরতা (ডেপথ অব ফিল্ড) বেছে নিয়ে বিষয়কে দৃশ্যপট থেকে স্বতন্ত্র করো তোলা।

৫.মুখচ্ছবি (পোর্ট্রেট) – জুলাই-অগাস্ট
উদ্দেশ্য: যথাযথ মুখচ্ছবি তোলার কৌশলগুলো রপ্ত করা। এক্সপোজার, ফোকাস, কম্পোজিশন এবং আলো কীভাবে একসাথে কাজ করে ছবিকে সুন্দর করে তুলে তা বুঝা।

৬. গ্রামিক ভূমিচিত্র (রুরাল ল্যান্ডস্কেইপ)- অগাস্ট-সেপ্টেম্বর
উদ্দেশ্য: ঠিকঠাক ভূমিচিত্র তোলা। কম্পোজিশনের যথাযথ হাতিয়ারগুলো ব্যবহার করে প্রকৃতিকে ফ্রেমবন্দী করা, ফিল্টার ব্যবহার করে পছন্দমাফিক এক্সপোজার পাওয়া এবং কীভাবে ছবিকে ঝকঝকে স্পষ্ট করে তোলা যায় তা শেখা।

ছয়মাসের জন্য এটুকুই যথেষ্ট। সপ্তাহে একদিন অন্তত: ঘন্টা তিনেক ব্যয় করতে হবে চর্চার জন্য আবশ্যক ছবি তুলতে। বাকী শ্রম আপনার ইচ্ছা। যদি আপনি আপনার আকঙ্খার মত সুন্দর ছবি তোলার জন্য ক্যামেরাবাজ হয়ে উঠতে চান তবে পরিশ্রম তো করতেই হবে। এই দফায় আমাদের এই কোর্সের যাবতীয় মাল-মশলা সরবরাহে থাকছে বিশ্ববিখ্যাত ম্যাগাজিন প্র্যাকটিক্যাল ফটোগ্রাফি। তাদেরকে আগাম কৃতজ্ঞতা।

আগের লিংকগুলো
যারা নবীন বা দীর্ঘদিন ক্যামেরাকে ড্রয়ারে ভরে রেখেছেন তারা আগের পর্বগুলো পড়ে নিতে পারেন। কিছু প্রাথমিক কিন্তু দরকারি ধারণা পাওয়া যাবে।আমার ব্লগে কারসাজির ক্যামেরাবাজি শিরোনামে আগের পর্বগুলো আছে।

ছবি (শুধু কোর্সের চাহিদামাফিক তোলা ছবি) জমা দিতে হবে ফ্লিকারে: http://www.flickr.com/groups/camerabaji_09
যাবতীয় খোশ-গল্প, নিজস্ব অভাব-অভিযোগ, একান্ত যোগাযোগ করার জন্য রয়েছে ফেসবুক গ্রুপ…
http://www.facebook.com/?ref=home#!/group.php?gid=96811647626&ref=ts

তবে প্রতি পর্বের প্রাসঙ্গিক বিষয়ে মন্তব্য ব্লগেই করতে পারেন।
সচলায়তন যাতে ছবি আর খাজুরা আলাপে ভারি না হয়ে ওঠে সেজন্য বিকল্প রিসোর্সের ব্যবস্থা।

ক্যামেরা ও যন্ত্রপাতি
কোর্সের জন্য এসএলআর ক্যামেরা লাগবে, নিদেনপক্ষে ব্রিজ ক্যামেরা যাতে এ্যাপারচার, শাটারস্পিড, আইএসও নিয়ন্ত্রণ করা যায়। ম্যাক্রো লেন্স থাকলেও ভালো হয়। ফিল্টারও লাগবে।
নিজের কাছে এসব না থাকলে চটজলদি একজন অলস ও ধনিক শ্রেণির ক্যামেরাধারীর সাথে ছলনার বন্ধুত্বর গড়ে তুলুন। শিক্ষাগ্রহণের উদ্দেশ্যে ছলনা করা সিদ্ধ। বইয়ের সাথে বইয়ের শেলফও যাতে ধারে পাওয়া যায় সেই কৌশল গ্রহণ করুন।

প্রস্তুতি
এই সপ্তাহ আপনাদের প্রস্তুতির জন্য। ক্যামেরা ঠিক-ঠাক করে একটা রুটিন ঠিক করে বসুন। নীচে হাজিরা দিন। আর আপাতত: একটা ভিডিও দেখুন প্র্যাকটিক্যাল ফটোগ্রাফির সৌজন্যে।


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

রাগ কইরা ক্যামেরা বেইচা দিসি। এখন আমি আর আপনার কোর্সে থাকুম না, কোর্স ফি ফেরত চাই।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আপনি কিন্তু উস্কাইছেন।
এখন বেচা ক্যামেরা ফের কেনেন। বলেন র‌্যাব কইছে ক্যামেরা বিক্রির প্রসেস লিগ্যাল হয় নাই।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ওয়েলকামব্যাক। সাথে থাকার চেষ্টা করবো। কম্পোজিশনের ভিডিওটা কি আগে দিয়েছিলেন? চেনাচেনা লাগছে।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ঠিক!
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অনুপম ত্রিবেদি এর ছবি

আমি হাজির, ছবি তুলা শিখতাম চাই। খালি ক্যামেরা লয়া ঘুরি, কামের কাম কিচ্ছু হয় না। আপনি আমার পীর, আইজ থিকা আমি আপনার মুরিদ ... ... ... ...

"দয়াল বাবা, ক্যাবলা কাবা, ক্যামরার কারীগর,
পারফেক্ট এক্সপোজার দাও মোর ক্বলবের ভিতর ... বাবারে ... ..."

===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

পি.এইচ.ডি করা পাব্লিকদের এই কোর্সে অনোপযুক্ত ঘোষণা করা হউক চোখ টিপি
---------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বিশেষ করে যাদের ছবি দেখে আমাদের ঘুম হারাম হয় তাদেরকে এই কোর্সের পর্যবেক্ষকের পদ দেয়া যেতে পারে, এর বেশী নয়।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

খাইছে

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অনুপম ত্রিবেদি এর ছবি

হ, হ, হ, মুস্তাফিজ ভাই, শাওন, মেহেদী - ওরা সবাই বাদ, বাদ, বাদ ... শুধু আমরা ছোডরা ছোডরা খেলুম ... ...

===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হ, হ, হ, মুস্তাফিজ ভাই, অনুপম, শাওন, মেহেদী - ওরা সবাই বাদ, বাদ, বাদ ...

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

এক্মত দেঁতো হাসি
---------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

অকুতোভয় বিপ্লবী এর ছবি

হ, বড়গো লগে খেলুম্না ...

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

বোহেমিয়ান এর ছবি

সহমত!! খেলুম না!!!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হক কথা।
কী আর করবাম।
খাঁটি ব্যবসায়ী তো আর আয়া ব্যবসায় প্রশাসন বিষয়ে লেকচার দেয় না। যারা লেকচার দেয় তারা ব্যবসা করতে পারে না। আমি অবশ্য দুই ক্যাটাগরির কোনোটাতেই পড়ি না। আমি নিজেই শিক্ষার্থী।
কিন্তু যারা জানে তারা মুখ খোলে না। জ্ঞান গুপ্ত করে রাখতে না পারলে তো গুরু সাজা যায় না।
আমি জ্ঞান বিলানোর তরিকায় বিশ্বাসী। বিলানোয় যদি আনন্দ পান তাইলে সাদর আমন্ত্রণ।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মুস্তাফিজ এর ছবি

আগেও বহুবার বলেছি আজকেও বলি, ক্যামেরার কারিগরী দিক বলতে যা বোঝায় তা আমার মাথায় ঢুকেনা এখনও, এদিক দিয়ে আমি শিশু, লেখাপড়াও নেই খুব একটা। এখনও দলবেঁধে ছবি তুলতে গেলে অন্যদের ডেকে ডেকে সেটিংস্‌ এর ব্যাপারে সাহায্য নেই। আমি মূলত আমার চোখের উপর ভরসা করে ছবি তুলি, মাঝে মাঝে তাই দেখা যায় একসাথে গেলেও আমি যে ছবি তুলেছি তা অন্যরা এড়িয়ে গেছে, সম্বল বলতে আমার সেটাই। আমাকে খোঁচানোর কিছু নেই, আমি এসব নিয়ে গর্বও করিনা, ছবি তুলি মনের আনন্দের জন্য, অন্য কোন উচ্চাশাও নেই ছবি নিয়ে। আমি আছি আপনাদের সাথে।

...........................
Every Picture Tells a Story

রাহিন হায়দার এর ছবি

আপনি বরং বিনয়বাজির একটা কোর্স চালু করেন। দেঁতো হাসি
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অনিন্দ্য রহমান এর ছবি

ফিল্টার বলতে ?


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সাইফ তাহসিন এর ছবি

দারুন উদ্যোগ, আশাকরি আপনার কষ্ট কিছুটা হলেও সার্থক করার চেষ্টা করব। অগ্রীম ধন্যবাদ দিয়ে গেলাম বস এমন উদ্যোগের জন্যে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সুমন চৌধুরী এর ছবি

যাক বিগ সি ফিরলো তাইলে ....



অজ্ঞাতবাস

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হিমুর ক্যামেরা ধার নেন।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অকুতোভয় বিপ্লবী এর ছবি

লাব্বায়েক হাসি

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পারফেক্ট এক্সপোজার দাও মোর ক্বলবের ভিতর ... বাবারে ... ...
হো হো হো কঠিন বলেছেন। আমিও সুর মেলালাম।

ফারুক হাসান এর ছবি

গতবার ইচ্ছে থাকার পরও কোর্স করতে পারি নাই। এইবার হাজির।

ফারুক হাসান এর ছবি

গতবার ইচ্ছে থাকার পরও কোর্স করতে পারি নাই। এইবার হাজির।

অনিন্দ্য রহমান এর ছবি

কত্তা আরেট্টা কতা, মে-জুনের গরমে জন্তু-জানোয়ারের ফটো তুলাটা কি ভালো আইডিয়া ? হে হে, জাস জুকিং (আমি আপনের ক্লাসের খণ্ডকালীন ইরিটেটার)


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

জুন-জুলাইয়ের গরমে জন্তু জানোয়ার দাঁড়ায়ে হাঁপাইবো। তখনই তো ফটো খিঁচবেন।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

তৌফিক হাসান [অতিথি] এর ছবি

আমাকে নেন ভাই আপনার কোর্সে। নিয়মিত ছবি জমা দিব।
আহা কি দারুন উদ্যোগ।
অনেক ধন্যবাদ।

আমার ক্যামেরাঃ Canon sx20is
ফিল্টারঃ UV
ম্যক্র ল্যান্সঃ নাই

এগুলো দিয়ে আপাতত চলবে তো?

অকুতোভয় বিপ্লবী এর ছবি

আমার ক্যামেরাঃ Nikon D90
ফিল্টারঃ UV
লেন্সঃ ১৮-১০৫ মিমি

চলা উচিৎ না?

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আপনি আমার ক্যামেরাটাকে আপনার ভাবতেছেন নাতো?
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অকুতোভয় বিপ্লবী এর ছবি

আমারও তো একই প্রশ্ন চোখ টিপি

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

পার্ট লন না রেগে টং
---------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

রাহিন হায়দার এর ছবি

হ হ বুঝছি!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

ইশতিয়াক রউফ এর ছবি

অধম এবার ঠিকঠাক মতো হাজির।

এখন একটা এসএলআর আছে। ডি-৪০। সস্তা লেন্সে কাজ চালাতে হবে, তবে তাতে কিছু আটকে থাকার কারণ নেই।

প্রাণহীন একটা শহরে থাকি। কীভাবে এর ভালো ছবি তোলা যায়, জানি না। এক কাজ করা যায়। বড় ক্যানভাসে একটা ছবি জমা দেওয়া যায়। এরপর আলোচনা করে বের করা যায় কোন অংশ কীভাবে কম্পোজ করলে ভালো হয়।

উজানগাঁ এর ছবি

যাত্রা শুভ হোক। আশা করছি অনেক কিছু শিখতে পারবো।

অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম। হাসি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সম্ভবত: আপনার শেখার মত কিছু নাই। তবে আমাদের সঙ্গে থাকুন। তাতে আপনার লাভ না হলেও অন্যদের হবে।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

যুধিষ্ঠির এর ছবি

সীট খালি আছে এখনো? "প্রেজেণ্ট স্যার" বললাম।

নীড় সন্ধানী এর ছবি

আমি আপনার প্রাচীন ছাত্রদের একজন। আগের কোর্সগুলো শেষ করে ভুলেও গেছি সফলতার সাথে। ক্যামেরাটা বাক্সবন্দী করে রেখে দিয়েছিলাম গুরুকে ক্লাসে দীর্ঘদিন অনুপস্থিত দেখে। মন খারাপ

আপনি ভালো ছিলেন তো? আমার ক্যামেরা কেনাই হয়েছিল আপনার কোর্সটা করার জন্য। যাক, ফিরে এসেছেন বলে ভীষন আশাবাদী হলাম। ধুলো ঝেড়ে আবারো ক্যামেরা হাতে নিলাম। মাঝখানে যেসব চিত্র তোলা হয়েছে তার কিছু কিছু জমা দিতে চাই। হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আরে ব্বাস... এসব কি বলেন..
আপনাকে তাহলে ফেসবুক গ্রুপের এডমিন করে দিতে হয়। সবাইকে হোমওয়ার্কের জন্য তাড়া দিলেন।

মাঝে যেসব ছবি তুলেছেন তা আমাদের কোর্সের বিষয়বস্তুর সাথে মিললে সে অনুযায়ী জমা দিয়েন।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

কানা বাবা এর ছবি

আমিও হাজির হলাম। অনেক আগে থেকেই ফটোগ্রাফির আগ্রহ ছিল। ঐ আগ্রহটুকুই সার, ভালো ছবি তোলার মুরোদ ছিল না কখনই। আশা করি এবার অনেক কিছু শেখা যাবে। যদিও জানি চর্চা না করলে এই গ্রন্হগত বিদ্যা কাজে আসবে না। তারপরও আশায় বসতি গড়ি।

আমার প্রফাইলঃ

ক্যামেরাঃ পেন্ট্যাক্স কে ১০০ সুপার
লেন্সঃ ৪০ মিঃ মিঃ ফিক্সড প্রাইম

/----------------------------------------------------
ওইখানে আমিও আছি, যেইখানে সূর্য উদয়
প্রিয়দেশ, পাল্টে দেবো, তুমি আর আমি বোধহয়
কমরেড, তৈরি থেকো,গায়ে মাখো আলতা বরণ
আমি তুমি, আমি তুমি, এভাবেই লক্ষ চরণ।।

রাহিন হায়দার এর ছবি

ক্যামেরাই নাই আমার! মন খারাপ
আশা করছি ছবি একটু-আকটু বুঝতে শিখব আপনার কোর্স থেকে।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

একটা লিংক শেয়ার করার লোভ সামলাইতে পারলাম না!
ফ্লিকারে ডাস্টিন ডিয়াযের স্ট্রিম। ফ্লাশের ব্যবহারের আমার দেখা অন্যতম সেরা কাজ।
---------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

kamal এর ছবি

আমিও অংশ গ্রহন করতে চাই............নেবেন তো.............

কমল [অতিথি] এর ছবি

আমিও আপনাদের সাথে আছি.....

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ক্যামেরা কিন্যা ফালাইছি। হাতে পাইলাম আজকে Caonn 7D। দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

বুনো জারুল এর ছবি

অনেক দিন পর সচলে ঢুকলাম। ঢুকেই দেখি ক্যামেরাবাজির বেশ কয়েকটা কোর্স চলছে.....

বেশ লাগলো.....

******************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing himself.
******************************************

*****************************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing thyself.
*****************************************************

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।