গৃহযুদ্ধের মুখোমুখি ইরাক

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: সোম, ২৭/০২/২০০৬ - ২:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


শিয়া প্রধান দেশ ও সুন্নী প্রধান দুটি মুসলিম দেশের মধ্যে যুদ্ধের খবর পড়ে পড়ে আমার শৈশব পার হয়েছে। ইত্তেফাকের পাতায় প্রতিদিন শিরোনাম হতো সেই যুদ্ধের সংবাদ। ইরাক-ইরান যুদ্ধের কথা বলছি আমি। যুদ্ধের এসব সংবাদ পড়তে পড়তেই আমি হয়ে উঠি যুদ্ধবিরোধী। আর শিয়া ও সুন্নীর বিভাজন ধরে এরকম মানুষহত্যার প্রতিও জন্ম নেয় তীব্র ঘৃণা। একসময় এরকম খবর পড়াই বন্ধ করে দেই একেবারে।

সেই বিরোধ থেমে গেছে বলে একরকম স্বস্তিতে ছিলাম। কিন্তু বিভেদের মাধ্যমে শাসনের পশ্চিমা নীতির কূটচালে সে বিরোধ এখন আগ্নেয়গিরির রূপ নিয়েছে ইরাকে। অবিভক্ত ভারতে একই নীতি অনুসরণ করে ব্রিটিশরা বপন করেছিল হিন্দু-মুসলমান দাঙ্গার রক্তবীজ। এখন একই চালে ইরাকের সুন্নী আর শিয়ারা মুখোমুখি। একই ধর্মের শাখা হওয়া সত্ত্বেও তারা এখন একদল আরেকদলের উপর নির্মম আক্রমণ চালিয়ে যাচ্ছে। মানুষতো মারা যাচ্ছেই রক্ষা পাচ্ছে না ঐতিহ্যবাহী মসজিদসমূহও। অনেকেই আশংকা করছেন গৃহযুদ্ধের। কত দ্রুত একটি দেশ ও জাতি তলিয়ে যেতে পারে চোখের সামনে আমরা তা দেখছি। সে দেশের ধর্মীয় নেতারা, যদিও তাদের ধর্ম এক, সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন। জাতীয়তাবাদী একটি ঐক্যই তাদেরকে প্রতিনিধিত্বমূলক শান্তিপূর্ণ রাষ্ট্র দিতে পারতো সহজে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।