লন্ডন: পড়ার ছলে কাজ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: মঙ্গল, ২৮/০২/২০০৬ - ৩:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


[লন্ডনে পড়তে আসার পরামর্শদিয়ে এখানে একটি লেখার ইচ্ছে ছিল। এ মর্মেরাজিবের একটি পোস্টের জন্য দায়িত্বটা বেশি বেড়ে গেলো। শুরুতেই বলে রাখি উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার বিষয়টি অনেক আগে থেকেই বাংলাদেশে চালু আছে। সেক্ষেত্রে আপনাকে কমনওয়েলথ, ব্রিটিশ কাউনিসল এরকম কোনো বৃত্তি ধরতে হবে। যারা এরকম বৃত্তি পেতে পারেন তাদের জন্য আমার পরামর্শ দেয়ার কিছু নেই। কারণ তাদের বৃত্তিই তাদেরকে পথ দেখাবে। আমার পরামর্শ হচ্ছে যারা আসলে নিজের খরচে এ দেশে এসে পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা কম করেই আয় রোজগার করতে চান তাদের জন্য। আমাদের দেশে প্রচুর যোগ্য ছেলে-মেয়েরা যথার্থ আয় করতে পারছে না। এদিকে এখানে তাদের জন্য প্রচুর আয়ের উপায় আছে। সুতরাং কেনো নয়? 'ভিসামুক্ত বিশ্ব চাই' আন্দোলনে শরিক হতে অসুবিধা কি?]

প্রথমে বলি খরচ ও আয়ের পরিমাণ। বছরে 1 হাজার পাউন্ড দিয়ে যেকোনো বৈধ কলেজে আপনি একবছরের কোর্স নিতে পারবেন যে কোনো বিষয়ে। ছাত্র ভিসার সূত্রে আপনি সপ্তাহে 20 ঘন্টা ও ছুটির সময় কাজ করার বৈধ অনুমতি প্রাপ্ত। বিলেতে নূ্যনতম মজুরি ঘন্টায় 5.5 পাউন্ডের মত। সবচে বড় খরচ হলো বাড়ি ভাড়া। এতে আপনার সপ্তাহে খরচ হতে পারে 50-75 পাউন্ড। যাতায়াতের খরচ সপ্তাহে 15-20 পাউন্ড। খাওয়ার খরচ খুব কম। বাংলাদেশের মতই।
প্রচুর কাজ আর এসব কাজের জন্য লোক পাওয়া যায়না বলে বিভিন্নপ্রতিষ্ঠান বিদেশী ছাত্র-ছাত্রীদের ওপর নির্ভরশীল। সেকারণে কোনো ছাত্র-ছাত্রীই 20 ঘন্টা কাজ করে না। অনেক বেশি করে। ছুটির সময় অনেকেই 70 থেকে 80 ঘন্টা কাজ করে। কাজের অভাব নাই। সুপারমার্কেট ও রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজই করে বেশিরভাগ ছাত্র-ছাত্রীরা।

তো সপ্তাহের একটা আয়-ব্যয়ের হিসাব হয়ে যাক:

40 ঘন্টায় আয়= 40*5.5= 220 পাউন্ড
বাড়ি ভাড়া===============70
গাড়ি ভাড়া===============15
খাওয়া-দাওয়া============15
---------------------------
সপ্তাহে সঞ্চয়============120 পাউন্ড
মাসে সঞ্চয়=============480 পাউন্ড
বছরে সঞ্চয়============5760 পাউন্ড
টিউশন ফি (বাদ)========1200
অন্যান্য খরচ=============460পাউন্ড
--------------------------------
তহবিল 4100 পাউন্ড

1 পাউন্ড= 120 টাকা
সুতরাং বছর শেষে মোট আয় 5 লাখ টাকা।

এটা আসলে নূ্যনতম আয় হলো। ছাত্র-ছাত্রীরা অনেক বেশি আয় করে। অনেকেই মাসে মাসে কিস্তিতে টাকা দিয়ে ঢাকায় ভালো ফ্ল্যাট কেনে। তবে সবচে লাভবান হয় যারা বিয়ে করে সঙ্গী আনে। কারণ সঙ্গী ফুলটাইম কাজ করার অনুমতি পায়।

কিভাবে আসতে হবে তা নিশ্চয়ই জানাতে হবে না। ঢাকায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির এজেন্ট আছে। তারা বিভিন্ন ঋতুতে শেরাটন হোটেলে এডুকেশান ফেয়ার করে থাকে। তাদের কাছেই সব তথ্য পাবেন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।