ক্রুশবিদ্ধ যিশুনয় সংসারী যিশু: কপিরাইট নিয়ে দ্যা ভিঞ্চি কোডের প্রকাশকের বিরুদ্ধে মামলা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বুধ, ০১/০৩/২০০৬ - ৬:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


লাজুক ড্যান ব্রাউনকে এখন কোর্ট কাচারি করতে হচ্ছে। ভদ্রলোক ভাষা ও প্রতীক বিদ্যার অধ্যাপক। কয়েকটি উপন্যাস লিখেছেন এইসব বিষয়েই। তবে দ্যা ভিঞ্চি কোডের কথাই আলাদা। তার এই বই 2003 সালে প্রকাশিত হওয়ার পর 40 মিলিয়ন কপি বিক্রি হয়েছে।

খুব ভালো কথা এত জনপ্রিয় বই আর সাসপেনস ভরা কাহিনী, তা নিয়ে একটি ফিল্ম তো বানাতে হয়। কিন্তু ফিল্মটির কাজ যখন শুরু হলো তখনই মামলা। মামলা করলেন আরেক বইয়ের দুই লেখক। সেই বইয়ের নাম হলো 'দি হলি ব্লাড হলি গ্রেইল'। মজার বিষয় হলো দুটি বইয়ের প্রকাশক এক: র্যানডম হাউস।

এমন না হলি ব্লাড হলি গ্রেইল কেউ পড়েনি বা লোকচক্ষুর অন্তরালে ছিল। 1982 তে এই বই বেস্ট সেলারের মর্যাদা পেয়েছিল। হলি ব্লাডের লেখকদ্্বয় অভিযোগ তুলেছেন যে তাদের বইয়ের তত্ত্ব মেরে দিয়েছেন ড্যান ব্রাউন তার দ্যা ভিঞ্চি কোডে। সুতরাং শুরু হলো মামলা। মামলা এখন চলছে লন্ডনে।

লক্ষণীয় বিষয় হলো হলি ব্লাড একটি নন-ফিকশন বই আর দ্যা ভিঞ্চি কোড একটি ফিকশন। কিন্তু হলি ব্লাডের লেখকদ্্বয় বলছেন তাদের বইয়ের তত্ত্বকপি করে তৈরি করা হয়েছে ড্যান ব্রাউনের ফিকশন। তত্ত্বটি কী? তাদের তত্ত্ব ছিল ক্যাথলিক চার্চ একটি সত্য লুকানোর চেষ্টা করছে আর তা হচ্ছে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি বরং তিনি মেরি ম্যাগডালেনকে বিয়ে করেছিলেন। তাদের একটি সন্তান হয়েছিল এবং সেই রক্তের ধারা এখনও বহমান।

এতে কোনো সন্দেহ নাই হলি ব্লাডের লেখক দুই ইতিহাসবিদের এই তত্ত্ব দ্যা ভিঞ্চি কোডে অনুসরণ করা হয়েছে। কিন্তু বিবাদী পক্ষের উকিল বলছেন যিশু সম্পর্কিত তত্ত্বের উপর কারো কোনো কপিরাইট নেই।

মামলা আরো দু' সপ্তাহ চলবে এবং তারপর জানা যাবে দ্যা ভিঞ্চি কোড সিনেমার ভাগ্যে কী আছে?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।