আসুন গীতা পাঠ করি-১

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: মঙ্গল, ০৭/০৩/২০০৬ - ৫:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আসুন ব্লগে এখন শান্তি। সুতরাং কিছুক্ষণ গীতা পাঠ করি। বিটিভি-তে দেখতাম বিশেষ বিশেষ দিনে গীতা পাঠ হতো। সপ্তাহের সব দিনে তাদের সুযোগ হতো না। কারণ বাইবেল, ত্রিপিটকের জন্য সময় ছেড়ে দিতে হতো। সুতরাং আমার গীতা-সম্পর্কিত জ্ঞানের স্বল্পতা নিয়ে যদি আপনারা দোষ ধরেন তবে আমি বিটিভি-কে সাক্ষী মানবো। তবে শেখার তো কোনো বয়স নেই। সুতরাং সময় পেলেই বিভিন্ন অমৃতবচন পাঠ করা যায়। কিন্তু সনাতন ধর্মগুলোর ভাষা বড় খটমটে। ধর্মবিশ্বাসীরা কেন যে সেগুলো সহজ ভাষায় অনুবাদ করে রাখে না। আসলে পৃথিবীতে নি:স্বার্থ ধার্মিকদের সংখ্যা কমে যাচ্ছে দ্রুত।
সে যাক এখানে অনেক জ্ঞানী-গুণির সাথে পরিচয় হলো। গীতা পাঠ আর এর তর্জমা এদের সানি্নধ্যেই তো করা উচিত। তাহলে বুঝতে সুবিধা হয়। তো আজকের জন্য আমি যে শ্লোকটি বেছে নিতে চাই তার সংখ্যা হলো 2/31।
পড়ার আগেই সন্দেহ দেখা দিলো যে এতে কেমন যেন ইসলামী জিহাদের গন্ধ পাওয়া যাচ্ছে। তবে কি সব ধর্মেই জিহাদ থাকে। দুর্বল ধর্মানুরাগীরা সেসব পথ পরিহার করে পৃথিবীতে মৌজে লিপ্ত হয়। হানাহানিতে যায় না। কি জানি! সরাসরি শ্লোকটিতেই যাই।

স্বধর্মমপি চাবেক্ষ্য, ন বিকস্পিতুমর্হসি।
ধমর্্ম্যাদ্ধি যুদ্ধাচ্ছ্রেয়োহন্যৎ, ক্ষত্রিয়স্য ন বিদ্যতে।

এ ভাষা আমার বোধের অতীত। তবে অমল চ্যাটার্জি মহাশয়ের অনুবাদ অনুসরণ করলে এর অর্থ দাঁড়ায়:
ধর্মের আলোচনায় তুমি বিচলিত বা ভীত হয়ো না, কারণ ধর্মসংক্রান্ত যুদ্ধ ছাড়া ক্ষত্রিয়ের জন্য মঙ্গলজনক আর কিছু কি আছে। যুদ্ধ করাই ক্ষয়িত্রের ধর্ম, পাপ নয়। বরং যুদ্ধ না করাই পাপ, কারণ তা হবে নিজ ধর্ম পরিত্যাগ।

কথা খারাপ না। জিহাদের গন্ধ আছে। তবে বড় কঠিন করে বলা। (সুমন বা রাসেল নিশ্চয়ই এ থেকে সহজ ছড়া বানাতে পারবে।)
দেখা যাক গীতা পাঠে আগ্রহ কেমন। তার উপর নির্ভর করবে ভবিষ্যত পোস্টিং। কিন্তু এখানেও যুদ্ধের কথা। ধর্মে কি যুদ্ধের কথা থাকতেই হয়?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।