গণতান্ত্রিক পদ্ধতিতে আসবাব-পত্র কেনার জন্য মতজরিপ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: সোম, ১৩/০৩/২০০৬ - ৫:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ঘরের সবকটি জিনিসের মধ্যে একধরনের মানানসই সাযুজ্য থাকা চাই। কিন্তু কোনো কারণে ঘরের একটি জিনিস বদলে ফেলা হলে তখন ঘরে থাকা বাকী জিনিসগুলো বেমানান হয়ে যায়। বিশেষত: যদি জিনিসটি রুমের বিরাট স্থান দখল করে থাকে। যেমন পর্দা বা কার্পেট। যেহেতু কার্পেট বদলে উড লেমিনেটিং করেছি এখন দেখছি ডাইনিং টেবিল, কফি টেবিল, সোফাসেট বদলাতে হবে। এগুলো অবশ্য যথেষ্ট পুরনো। মাখন রং (ক্রিম) -এর বিরাট দু'টো থ্রো কিনে সোফাগুলো ঢেকে ফেলেছি। কাঠ রঙা মেঝের সাথে এখন কেমন জানি মানিয়ে গেছে। কিন্তু ডাইনিং আর কফি টেবিল বদলাতেই হবে। নতুবা নন্দনতত্ত্ব মারা যাচ্ছে। আসবাবপত্রের কারণে কাঠের মেঝে যাতে ঢেকে না যায় সেজন্য প্রথম সিদ্ধান্ত নিলাম যে টেবিলগুলো হতে হবে কাঁচের। যত বেশি স্বচ্ছ হবে দৃষ্টি তত কম বাধাগ্রস্ত হবে। যদি কাঁচের টেবিলের পায়াগুলো কাঠের হয় তবে ভালোই দেখাবে নিশ্চয়ই। কিন্তু সেরকম টেবিল পাওয়া যাচ্ছে না। তো খুঁজে কিছু ডাইনিং টেবিল আর কফি টেবিল বের করলাম। 1,2,3, 4 করে সাজিয়ে দিলাম।
এখন আপনারা একটু সাহায্য করুন পছন্দ করতে। কথা দিচ্ছি গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়েই কেনাকাটা করা হবে। তেমন কোনো বিশেষ কষ্ট করতে হবে না আপনাদের। নীচে মন্তব্যের কলামে শুধু লিখে দিন।
ডাইনিং টেবিল-পছন্দের নাম্বার: #
কফি টেবিল-পছন্দের নাম্বার #

সবাইকে আগাম ধন্যবাদ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।