বিবিসি'র প্ল্যানেট আর্থ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: সোম, ০৩/০৪/২০০৬ - ৬:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


প্রকৃতির উপর অসামান্য সব ডুকমেন্টারি তৈরি করে থাকে বিবিসি। তবে এ পর্যন্ত করা সবকটিকেই ছাড়িয়ে গেছে নতুন প্রামাণ্য চিত্র প্ল্যানেট আর্থ। অসাধারণ ফটোগ্রাফি, অভূতপূর্ব দৃশ্য, টিমের অমানুষিক পরিশ্রম, নান্দনিক উপস্থাপনা সব মিলিয়ে অনন্যসাধারণ হয়ে উঠেছে সিরিজটি। কিন্তু আজই শেষ হয়ে পঞ্চম এপিসোডটি। ষষ্ঠ এপিসোড দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো তিন মাস। মোট পাঁচটি এপিসোডে দেখানো হলো দুই মেরু, নদী, মরুভূমি, গুহা ও পাহাড়। কি অমানুষিক পরিশ্রম করেছেন চিত্রধারণকারী কর্মীদল তার একটি দিনপঞ্জি দেয়া হয়েছে সবগুলো এপিসোডের শেষে। তাতে দেখা যায় ছোট্ট একটি অংশ ধারণ করতে (যেমন পানির নীচে পিরানহা মাছ) তাদের লেগেছে 15-20 দিন। কিংবা মেক্সিকোয় পৃথিবীর দীর্ঘতম গুহায় ঢোকার অনুমতি নিতে লেগেছে দুই বছর। অবিশ্বাস্য সব ফটোগ্রাফি। আর অন্যসব গুলো প্রকৃতি বিষয়ক প্রামাণ্যচিত্রের মত এটির ন্যারেশনেও ছিলেন রিচার্ড এ্যাটেনবারা।
আগ্রহীদের জন্য নীচে লিংক দিলাম। সেখানে দেখতে পারেন ভিডিও ক্লিপস, ডাউনলোড করতে পারেন স্ক্রিন সেভার কম্পিউটার বা মোবাইলের জন্য।

http://www.bbc.co.uk/sn/tvradio/programmes/planetearth/


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।