বেড়াতে যাচ্ছি স্লোভেনিয়া

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ১৩/০৪/২০০৬ - ১০:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


পরে যাতে কেউ কোনো দোষ ধরতে না পারেন সেজন্য আগে ভাগেই জানিয়ে রাখি সে বেড়াতে যাচ্ছি স্লোভেনিয়া। স্লোভেনিয়ার রাজধানী হচ্ছে লুবিয়ানা।
আজ ভিসা আনলাম। যাবো 22 এপ্রিল। আর ফিরে আসবো 27 এপ্রিল। সেদেশে বাংলাদেশিরা হাজির হন বিভিন্ন পথ পেরিয়ে। খুব একটা সুনাম নাকি নেই বাংলাদেশিদের। সে কারণে ভিসা পেতে ঝক্কি গেলো। তারপরও যে ভিসা পাওয়া গেছে তা একেবারে টিকেটের তারিখের সাথে মেলানো। 22-27। একদিনও বেশি নেই।
এম্বেসিতেই দেখা হলো এক বাংলাদেশি তরুণের সাথে। নাম তার ওসমানী। তিনি স্লোভেনিয়াতেই পড়ালেখা করছেন। তার কাছ থেকেই জানলাম বাংলাদেশিদের কীর্তিকলাপের কথা। সে যাক। দেশটা ভীষণ সুন্দর। বেশ কিছু বই জোগাড় করে ফেলেছি। ছবি দেখে একটা জায়গা খুব পছন্দও হয়ে গেছে। লেইক ব্লেড। একেবারে নেপালের পোখরার মত। পাহাড়ের কোল ঘেষে লেইক। লেইকের মাঝে একটি ছোট্ট দ্্বীপ। পোখরায় সেই দ্্বীপে আছে মন্দির। আর এখানে বাতিঘর। নতুন জায়গায় ভ্রমণ। সুতরাং মনে একধরনের উত্তেজনা তো কাজ করছেই। ভ্রমণের জন্য কী কী জিনিস জোগাড় করতে হবে এবং ভ্রমণের গল্প বলার জন্য কিসব যন্ত্রপাতির সাহায্য নিতে হবে তারও তো একটা তালিকা তৈরি করা দরকার।

ছবি: লেইক ব্লেড।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।