আসুন হাসি এবং হাসাইঃ কৌতুক প্রতিযোগিতা-১

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ০৬/০৫/২০০৬ - ৯:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ব্লগ সাইট এখন ভারী ভারী কথায় কাৎ। একে সোজা করার উপায় একটাই। নির্মল হাসি। হাসতে হাসতে গড়াগড়িও দিতে পারেন কেউ কেউ। কিন্তু তার জন্য দরকার যুৎসই কৌতুক। কেউ বলেন জোকস। কেউ বলেন চুটকি। তো যে নামেই ডাকি না কেন বিষয়টি মারাত্মক মহৌষধ। সব ঝামেলা, দুশ্চিন্তা মুহুর্তেই চলে যায় যদি পাওয়া যায় সঠিক হাসির কাতুকুতু। তো কে দেবেন।

যথারীতি প্রতিযোগিতা। যে যত পারেন। কোনো সীমা নেই। শুধুবিষয়ের সাথে মিল থাকতে হবে। এবং চুটকি অবশ্যই বাংলায় হতে হবে। সেরা চুটকি দাতার জন্য রয়েছে পুরষ্কার। বিশ্বের সেরা জোকসের বই। তবে পুরষ্কার বড় কথা নয়, অংশগ্রহণ বড় কথা মনে করেই শুরু করে দিন।

এবারের বিষয় 'শিশ'ু। শিশুদের নিয়ে বা শিশুদের মজার ঘটনা নিয়ে আপনার শোনা, জানা বা আপনার নিজের বানানো সেরা কৌতুকটা দিয়ে দিন প্রতিযোগিতায়। আমরা হেসে গড়াগড়ি দেই। ব্লগের ভারী পরিবেশটায় 'লিলুয়া বাতাস' বয়ে যাক।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।