লন্ডনের বৈশাখী মেলা ২০০৬

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: মঙ্গল, ১৬/০৫/২০০৬ - ৬:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:


এইপাশে হোয়াইট চ্যাপেল রোড আর ঐ পাশে বেথনাল গ্রিন রোড। মাঝখানের বাঙালি অধু্যষিত বাংলা টাউন লোকে লোকারণ্য। বাঙালিরা এসেছিলেন দল বেঁধে ইউরোপের বিভিন্ন দেশ থেকে, ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে। 14 মে আয়োজন করা লন্ডনের বৈশাখী মেলা তাই সত্যিকার অর্থে বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছিল।

ব্রিকলেনের দোকানগুলোতে তো ভিড় লেগেইছিলো। তাছাড়া এ্যালেন গার্ডেনস আর উইভার ফিলডসে ছিলো মেলার বিচিত্র সব আয়োজন। দুই মাঠেই দুটো মঞ্চ। এ্যালেন গার্ডেনসেরটি কমিউনিটি ও এখানকার শিল্পীদের জন্য। আর উইভার ফিলডসে গান গেয়েছেন বাংলাদেশ থেকে আসা শিল্পীরা। তবে অন্য শিল্পীরাও ছিলেন। শাকিলা জাফর আর বেবী নাজনীন দিয়ে শেষ হয় অনুষ্ঠান মালা।

সকালে শোভাযাত্রা বেরিয়েছিলো। তার আকর্ষণ ছিলো যান্ত্রিক এক বাঘ। আপাতত: সেই শোভাযাত্রার ছবিগুলোই দেখুন। তানভীরের সৌজন্যে। পরে সময় নিয়ে মেলার বিভিন্ন দিক নিয়ে লিখবো।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।