আইডিয়া বিক্রি করতে চান? চলে আসুন...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শুক্র, ২৫/০৮/২০০৬ - ৫:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


কোনো উদ্ভাবক যদি তার উদ্ভাবনটা বাজারজাত করতে চায় তবে সে কার কাছে যাবে? আমি জানতে চাইছি বাংলাদেশে সে কোথায় গেলে টাকা পাবে। এধরনের মানুষের জন্য লিজিং কোম্পানিগুলো বা বিসিক কি অর্থ ও প্রাতিষ্ঠানিক সাহায্য দিয়ে থাকে?উন্নত দেশে এরকম উদ্ভাবককে হারিকেন নিয়ে খোঁজা হয়। বিভিন্ন জায়গায় বড় বড় করে বিজ্ঞাপন থাকে: 'আপনার মাথায় কি বড়ো কোনো আইডিয়া আছে? সেটি দিয়ে কি বড় ব্যবসা করা সম্ভব। তবে চলে আসুন আমাদের কাছে।' এসব আইডিয়ার পেছনে টাকা লগি্ন করার জন্য লোকজন বসে থাকে। এদেরকে বলে ভেন্চার ক্যাপিটালিস্ট। বাংলাদেশে লিজিং কোম্পানী ও ব্যাংকগুলোও বড় বড় ভেনচারে টাকা ঢালে। কিন্তু সব মান্ধাতা আমলের ব্যবসায়। নানারকম উদ্ভাবনকে উৎসাহিত বা এর পেছনে টাকা লগি্ন করার জন্য আমেরিকা-ব্রিটেনে টিভি অনুষ্ঠানও আছে। যেমন আমেরিকায় এবিসি চ্যানেলে এ্যামেরিকান ইনভেন্টর নামে একটি অনুষ্ঠান হয়। এর ওয়েবসাইট হলো: http://abc.go.com/primetime/americaninventor/ব্রিটেনে বিবিসি দেখায় ড্রাগনস্ ডেন। পাউন্ডের বান্ডিল নিয়ে ডেনের ভেতর বসে থাকেন 5 জন ড্রাগন বা শেঠ। তারা রত্ন চেনেন। উদ্ভাবক তার নতুন উদ্ভাবনার প্রোটোটাইপ নিয়ে এসে তাদের সামনে উপস্থাপন করেন। তারপর ড্রাগনরা নানা প্রশ্ন করেন। যদি কেউ মনে করে যে এই পণ্যটি বাজারে বিক্রি করে মুনাফা করা সম্ভব তবে তারা নতুন কোম্পানির শেয়ার কেনার অফার দেয়। এসব ড্রাগনরা অভিজ্ঞ ভেনচার ক্যাপিটালিস্ট। তারা জানেন কোন জিনিস কিভাবে বেচতে হয়। সেই অভিজ্ঞতা দিয়েই উদ্ভাবককে তারা সাহায্য করেন বাজারে একটি নতুন ব্র্যান্ডকে জনপ্রিয় করে তুলতে। যাদের মাথায় আইডিয়া কিলবিল করছে তারা আরেকটু উৎসাহের জন্য দেখুন অনুষ্ঠানগুলো। বিবিসির ওয়েবসাইটেই এগুলো আছে। আমি নিশ্চিত এই অনুষ্ঠান আপনার উদ্ভাবনী শক্তিকে অনেক বেশি জাগিয়ে তুলবে। ওয়েবসাইট: http://www.bbc.co.uk/dragonsden/


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।