উপদেষ্টা কাকে দেবেন উপদেশ টা?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: সোম, ৩০/১০/২০০৬ - ৪:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


মহামান্য রাষ্ট্রপতি এখন মাননীয় প্রধান উপদেষ্টা। প্রধান দুই রাজনৈতিক দলের সম্মিলিত পছন্দের কোনো প্রার্থী না পাওয়ায় রাষ্ট্রপতি নিজেই দায়িত্ব নিয়েছেন কাঁধে। কিন্তু আরো যেসব উপদেষ্টা নিয়োগ করতে হবে তাদের বিষয়ে বিবদমান দলগুলোর ঐকমত্য কিভাবে নিশ্চিত করা হবে? 10ব্জন উপদেষ্টার বিষয়ে যদি বিবদমান দলগুলো একমত হতে পারে তবে একজন প্রধান উপদেষ্টার বিষয়ে তারা একমত হয় না কি করে?উপদেষ্টার কাজ উপদেশ দেয়া। কিন্তু...রাষ্ট্রপতি নিজেই যদি প্রধান উপদেষ্টা হন, তবে প্রধান উপদেষ্টা উপদেশ টা দেবেন কাকে?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।