জটিল প্রশ্নের কুটিল উত্তর ৯: আজিজের চিকিৎসা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: মঙ্গল, ০৭/১১/২০০৬ - ১২:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


দেশ ও নির্বাচনের মাঝে লটকে আছেন আজিজ। প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে তাকে নামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না দেশের রাষ্ট্রপতি, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাবৃন্দ। আম্রিকার বিউটি বেগমও ফেইল মেরেছেন। আজিজ বিবিসির সাথে সাক্ষাৎকারে যা বলেছেন তার সারমর্ম হলো ইলেকশন একটি মেলা, তিনি সেই মেলায় বাদ্য বাজায়া উৎসব করতে চান।

সমস্যা অনেকটা এরকম, দুষ্টু বানরের হাতে গেছে নগরের চাবির গোছা। তালগাছের ডগায় ডগায় সে ঘুরছে আর ভেংচি কাটছে জনগণকে। রাজা, উজির থেকে শুরু করে দারোয়ান মায় কি প্রজাদের ঘুম হারাম হয়ে গেছে, ঘটনার প্যাঁচে। যদি চাবিটা সে ছুঁড়ে ফেলে দেয় নদীতে তালে নগরের দরজাটা ভাঙতে হবে। তাই কিভাবে ওকে ভুজুং ভাজুং দিয়ে গাছ থেকে নামানো যায় তার জন্য মাথার চুল ছিঁড়ছে মাথাজীবিরা। কিন্তু কাজটা এত সহজ না।

এখন, এই চিপায় আটকে যাওয়া জাতিকে আলগা করার জন্য কূটবুদ্ধির ব্লগারুদের এগিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। আমার কাছে কোনো যাদুমন্ত্র নাই। তাহলে বাণ-টান মারার চেষ্টা করতাম। জাকের মঞ্জিলের জি্বন-টিনের সাথেও যোগাযোগ নাই। একটা মাত্র উপায় আমি জানি আর তা হলো, আজিজ সাহেবকে কানে কানে জিজ্ঞেস করা, একটা কবিতা শুনবেন? এরশাদের লেখা। এতে কাজ হবে বলে মনে হয় না। কানে সে ঠিকমত শুনতে পায় কি না সে বিষয়ে সার্টিফিকেট না দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

সুতরাং কূটকেরা আসুন, বলুন মোক্ষম কূটক-মন্ত্র, যাতে সুর সুর করে আজিজ গদি ছেড়ে নেমে যায়। আজিজের জন্যই এই ধারাবাহিক ব্লগ ছেড়ে এবার জাতীয় সমস্যা নিয়ে মাথা ঘামানো শুরু করলো। তাই, এবারের প্রশ্ন:

আজিজের সঠিক চিকিৎসা কী?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।