জার্মান রেডিও-তে সামহোয়ার ইন ব্লগ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: মঙ্গল, ১৯/১২/২০০৬ - ২:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ভারী ভারী থিসিস কাঁধে নিয়ে আমি তখন স্ট্র্যাটফোর্ড বাসস্ট্যান্ডে পৌঁছেছি। যাচ্ছি বাঁধাই করাতে। হঠাৎ মাসকাওয়াথের ফোন। সে জানতে চাইছিলো, কখন ব্লগ বিষয়ে একটি সাক্ষাৎকার দিতে পারবো। ধু.গো'র পোস্ট থেকে জানতাম যে ডয়েচে ভেলে-তে ব্লগিং নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু আমি কখন বাসায় ফিরবো তার কোনো ঠিক-ঠিকানা ছিলো না। আর বাসস্ট্যান্ডের বিকট শব্দের মধ্যে মোবাইল ফোনে কথা বললে তা কতটা প্রচারযোগ্য হবে বুঝতে পারছিলাম না। তারপরও মাসকাওয়াথকে বললাম মিনিট দুয়েক পরে ফোন দিতে।

স্ট্র্যাটফোর্ড টিউব স্টেশনেই এসে ঢুকলাম। কম শব্দ হবে আশা করে। দেখি মাইকে রেল সম্পর্কিত বিভিন্ন ঘোষণা দিচ্ছে। তারপর ভাবলাম মার্কেটের বার্গার কিং-এর দোতলায় গিয়ে আশ্রয় নেই। কিন্তু ইতোমধ্যেই মাসকাওয়াথ রেকর্ডিং-য়ের জন্য ফোন করে ফেললো। দৌড়ে গিয়ে একটা স্বয়ক্রিয় ফটো তোলার বুথে ঢুকলাম। আশপাশের শব্দ থেকে কিছুটা আড়াল হলো। কিন্তু প্রস্তুতি কিছুই ছিলো না। সুতরাং খুব গুছিয়ে কিছুই বলা হলো না। সোমবারে প্রচার হওয়ার কথা ছিল অনুষ্ঠানটির। ভেবেছিলাম ধু.গো. পোস্ট দিবে। আজকে ডয়েচে ভেলে'র সাইটে ঢুকে দেখি অনুষ্ঠানটি আপলোড করা হয়েছে। কিন্তু কেমন অসম্পূর্ণ হয়েছে আপলোডটি। শুরুর অংশটুকু শোনা যাচ্ছে না।
যাহোক আপনারা চাইলে শুনতে পারেন ডয়েচে ভেলে'র এই লিংক থেকে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।