শেক্সপিয়ারের জন্মস্থানে -৬

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ১৪/০১/২০০৬ - ১০:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


এ্যান হ্যাথাওয়ের কুটির
স্কুলের পড়া কবে শেষ করেছিলেন শেঙ্পিয়ার তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আঠারো বছর বয়সে ছাবি্বশের এ্যানকে বিয়ে করেন তিনি। স্ট্র্যাটফোর্ড শহর থেকে এক মাইল দূরে এ্যানের কুটির এক অসম্ভব সুন্দর স্থাপত্য। যে কারণে পৃথিবীজোড়া এ কুটির বিখ্যাত। যেহেতু এ্যানের বংশের লোকজনই এ বাড়ির মালিক ছিলেন সবসময় সেজন্য সেই সাড়ে চারশো বছর আগের কুটির এখনো অবিকল টিকে আছে। এ্যানের ধনী কৃষক বাবার বাড়িতে ছিলো বিশাল আকর্ষণীয় বাগান। ধারণা করা হয় এ বাগানেই অধিকাংশ সময় প্রেম করে কাটাতেন এ্যান আর উইলিয়াম। তবে শেষদিকে সে প্রেম যে তিক্ততায় রূপ পেয়েছিল তা বুঝা যায় শেঙ্পিয়ারের উইলে এ্যানের জন্য শুধু একটি খাট বরাদ্দ করায়।

দেখবার মত পাঁচটি পুরনো বাড়ি ও যাদুঘর আছে ছোট্ট শহর স্ট্র্যাটফোর্ডে। কিন্তু সময়ের অভাবে তার অনেকগুলোই দেখা হলো না। ট্যুরিস্টদের জন্য দুপুরেই এখানে মঞ্চস্থ হয় নাটক। রয়্যাল শেঙ্পিয়ার থিয়েটারে আগে থেকেই টিকেট কেটে রাখা হয়েছে। এ বছর তারা করছে শেঙ্পিয়ারের কমেডি নাটকগুলো। আজ আমরা দেখতে পাবো কমেডি অব দি এররস্ নাটকটি। রয়্যাল শেঙ্পিয়ার বাদে আরো দুয়েকটি থিয়েটার গ্রম্নপ আছে স্ট্র্যাটফোর্ডে। আভন নদীর পারে এসব থিয়েটার বছরের দশমাস পর্যটকদের জন্য আয়োজন করে শেঙ্পিয়ারের বিভিন্ন নাটক।

দুপুরের খাবারের জন্য হাতে সময় ছিল অল্পই। ফ্রেশ নামের যে বাগেট (লম্বাটে ধরনের ব্রেড) শপ থেকে করোনেশন চিকেনসহ বাগেট কিনলাম তার পাশেই হার্ভার্ড হাউজ। স্ট্র্যাটফোর্ডের আরেক জগদ্বিখ্যাত সনত্দানের স্মৃতিবিজড়িত বাড়ি। কিন্তু শেঙ্পিয়ারের নামের ছায়ায় হয়তো এ বাড়ি অনেকেরই দৃষ্টির আড়ালে থেকে যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যে জন হার্ভার্ডের নামে হয়েছে তার গর্ভধারিণী ক্যাথেরিন রজার্সের বাসভবন ছিল এটি। চমৎকার একটি এলিজাবেথিয়ান টাউনহাউস এটি। শেঙ্পিয়ার বার্থপেস্নস ট্রাস্ট এখন বাড়িটি দেখাশোনার দায়িত্ব পেয়েছে। তবে যেহেতু হার্ভার্ড ইউনিভার্সিটি এর মালিক সুতরাং সদর দরোজার উপরে উড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল পতাকা।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।