জ্ঞান যেখানে অক্ষরে বাঁধা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: মঙ্গল, ০৭/০২/২০০৬ - ১২:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ব্রিটিশ মিউজিয়াম রাসেল স্কোয়ার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। প্রতিদিনের আসা-যাওয়ার পথের ওপর। বিরাট ভবন আর হাজারো দর্শনার্থীর দৃশ্য দেখি প্রতিদিন। তবু ভেতরে ঢোকার সাহস হয় না। না, কোনো প্রবেশ মূল্য নেই। ব্রিটেনে অনেক মিউজিয়াম আর আর্ট গ্যালারি এখনও কোনো ফি নেয় না। তবু যাওয়া হয় না।
আজকেও যখন বাস থেকে নামলাম এর সামনে তখন মনে হলো যাই। কিন্তু সাথে সাথে প্রশ্ন জাগে কোথা থেকে শুরু করবো। কার লেখা পড়বো। কোন ঐতিহাসিক দলিলটি দেখবো?
এ মিউজিয়াম তো সারা পৃথিবীর সব জ্ঞানের সঞ্চিত সাগর। এখানে অক্ষরের মধ্যে বেঁধে রাখা হয়েছে সমগ্রমানব জাতির ইতিহাস। বিরাট সাগর দেখে যেমন সাঁতারের আগ্রহ জাগে না। কূলহীন এই জলরাশিতে নেমে কোথায় পেঁৗছাতে চাই, সে প্রশ্ন জেগে ওঠে মনে। তেমি্নব্রিটিশ মিউজিয়ামের দিকে তাকিয়ে আর ভেতরে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারি না।
এক ঘন্টা বা একদিনে তো এই বিশাল ভান্ডারের নির্ঘন্টও পড়া হবে না। এক সপ্তাহ সময় দরকার শুধু বুঝতে এখানে কি আছে।
দেখি কবে সময় করা যায়? আপাতত: বাইরে থেকেই কয়েকটা ছবি তোলা।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।