ভদকা ভক্তদের জন্য সুখবর: স্মিরনফ ও স্মিরনভ এক হচ্ছে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বুধ, ০১/০৩/২০০৬ - ৭:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


স্মিরনফ নামে যে ভদকা এখন আমরা দেখি তা আসলে রাশিয়ার ভদকা নয়। 1917 তে বিপ্লবের পর রাশিয়ার কমু্যনিস্ট সরকার সব ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ করে দিলে পিটার স্মিরনভ পোল্যান্ডে গিয়ে স্মিরনফ (স্মিরনভের ফ্রেঞ্চ উচ্চারণ)নাম দিয়ে কোম্পানি খুলেন।
এখন ইতিহাসের পালাবদল। সেই পিটার স্মিরনভের নাতির নাতি পুনর্জন্ম দিয়েছেন স্মিরনভের। তারপর স্মিরনফের সাথে মামলা-বিতর্ক। অবশেষে এখন চুক্তি হয়েছে দু'পক্ষে যে তারা একসাথে কাজ করবেন।
লাভ অবশ্যই ভদকা ভক্তদের। দীক্ষক দ্রাবিড় তার স্মিরনফ প্রীতির কথা জানিয়েছিলেন এখানে। তিনি এখন আদি রাশান পদ্ধতিতে তৈরি স্মিরনফ পান করতে পারবেন। কাম্পাই।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।