'কোনো কাফেরের কাছে ধরা দেবো না'

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০২/০৩/২০০৬ - ৯:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আত্মসমর্পণের আহবানের জবাবে এভাবেই জবাব দিয়েছেন শায়খ আব্দুর রহমান। তিনি কোনো কাফেরের কাছে ধরা দেবেন না।
সেইসাথে তিনি এও বলেছেন যে দেশে কুফরি আইন চলছে এবং দেশে আল্লার আইন চালুকরার আহবান তিনি অনেক আগেই দিয়েছেন। আর সে আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি মানুষকে হত্যা করতে হয়ও তা আল্লাহ ক্ষমা করবেন।
আব্দুর রহমান বলেছেন যে দেশের সব বাহিনীতে সর্বত্র তার লোক রয়েছেন। শত শত জঙ্গি যখন ধরা পড়ছে তখন তাকে অবিশ্বাস করার মত তেমন শক্তিশালী যুক্তিও নেই। কিন্তু আমার জানতে ইচ্ছে করে আসলে কত মানুষ তার এই পদ্ধতির সমর্থক। কারা প্রত্যক্ষভাবে তাকে সমর্থন করে এবং তার দলের কর্মী এবং কারা পরোক্ষে তাকে সমর্থন করে ও আকাঙ্খ করে যে তিনি ও তার জঙ্গি সংগঠনগুলো শেষ পর্যন্ত বিজয়ী হোক?
বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠী 88% এর মত। এর মাঝে আসলে শতকরা কত ভাগ আব্দুর রহমানকে ইসলামী নেতার হিসেবে দেখেন?

দেশের প্রচলিত আইনকে কুফরি ভাবা, আইনের লোকদের কাফের ভাবা এবং বোমাবাজির মাধ্যমে সাধারণ মানুষ হত্যা করে আল্লাহর আইন চালু করার এই যে চেষ্টা-এটা কতটা সমর্থনযোগ্য?
আপনাদের মতামত ও মন্তব্য জানতে চাই।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।