যা আশংকা করেছিলাম তাই কি সত্যি হতে যাচ্ছে?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০৯/০৩/২০০৬ - ৬:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


আন্তর্জালের অজস্র ব্লগসাইটে ইংরেজিতে লেখার মত অনেক সাইট আছে। বাঁধ ভাঙার আওয়াজ প্রিয় হয়েছিল কারণ এতে সরাসরি বাংলা লেখা যায়। তবু লিংকের জন্য, রেফারেনেসর জন্য, অনেক মন্তব্য ইংরেজি ভাষা থেকে তুলে দেবার জন্য ইংরেজি যাতে টাইপ করা যায় সে সুযোগ আমরা চেয়েছিলাম। কিন্তু আশংকা ছিল যে অনেকে এই সুযোগে পুরো পোস্টটাই ইংরেজিতে করবেন। একথা অনেকেই মানবেন যে, যারা বাংলা টাইপ করতে জানেন না তারাও কষ্ট করে এই সাইটে ব্লগ তৈরি করার জন্য বাংলায় লেখার চেষ্টা করেছেন। ধীরে ধীরে একটা গতি তৈরি হয়েছে। আরো চর্চায় তা আরো বাড়বে। কিন্তু ইংরেজির সুবিধায় যদি আমরা বাংলা ছেড়ে শুধুই ইংরেজির দিকে যাই তবে অচিরে হয়তো এই সাইটে বাংলায় লেখা ব্লগ অদৃশ্য হয়ে যাবে। তাছাড়া অনেকে ইংরেজি বিভিন্ন সাইট থেকে জোকস, গল্প ইত্যাদি এখানে কাট-পেস্ট করে যাবেন যা ধরা কঠিন হয়ে দাঁড়াবে। একথাগুলো গভীরভাবে ভাবলে যে কেউ অনুধাবন করতে পারবেন। সুতরাং সে নিয়ে বেশি কথা লিখে বিরক্তি সৃষ্টি করতে চাই না। তবে বাংলার ব্যবহারকে প্রাধান্য দিয়ে যদি ব্লগটি তার কার্যক্রম বহাল রাখতে চায় তবে নীতিনির্ধারকদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বলবো। আমি কিছু পরামর্শ দিতে পারি সে উদ্দেশ্যে:

1. সম্পূর্ণ ইংরেজিতে পোস্ট করাটা কি উচিত কি উচিত না সে বিষয়ে ব্লগারদের একটি মতামত যাচাই করা উচিত। অথবা ইংরেজিতে লেখার জন্য তারা আরেকটি পাতা বা আরেকটি সাইট চান কি না তাও জানতে চাওয়া উচিত।

2. ব্লগারদের মতামতের উপর ভিত্তি করে, যদি তারা শুধু বাংলার পক্ষে রায় দেন তবে নীতিমালায় এ শর্ত আরোপ করা উচিত যে সম্পূর্ণ ইংরেজিতে কোনো পোস্ট লেখা যাবে না। ইংরেজির ব্যবহার হতে হবে সহায়ক ভাষা হিসেবে। রেফারেনস, টার্মিনোলজি বা কোটেশনের জন্য।

3. একইকারণে, সম্পূর্ণ ইংরেজিতে লেখা পোস্ট মুছে ফেলা উচিত কতর্ৃপক্ষের। তবে তার আগে আইনটা হওয়া উচিত।

4. অন্যদিকে যদি ইংরেজিতে পোস্ট লেখাটা অধিকাংশের মনোবাসনা হয় তবে আলাদা একটা ইংরেজি ব্লগের পাতা খুলা যায় কিনা বা তার ব্যাপারে মতামতের নিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত।

তবে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেয়া উচিত দ্রুত। পুরো সাইটটি বযহরল হয়ে যাওয়ার আগে।

আপনার মতামত জানাতে পারেন। তাতে কতর্ৃপক্ষের সুবিধা হবে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।