![]()
আইডিয়াটার জনক অরূপ। একটি নির্দিষ্ট বিষয় দেয়া আছে। তা নিয়ে ব্লগাররা নিজেদের সৃজনশীল ক্ষমতা প্রয়োগ করে ইচ্ছেমাফিক পোস্ট করবেন।
বিষয়টি হচ্ছে একটি ছবি; শাখামৃগের ছবি, হাতে বেসবল ব্যাট। এই ছবি দেখে যার মনে যে ভাবের উদয় হয় এবং যে আঙ্গিকে তা প্রকাশ করতে ইচ্ছে করে করে যান। তবে লেখার সাথে এই ছবিটাই সংযুকত করে দিতে। সবাই যার যার মত লিখেন।
কেউ শুধু রং করতে পারেন।
কেউ লিখতে পারেন ছড়া, কবিতা।
কেউ প্রবন্ধ।
হিমু তো লিখেছেনই সায়েনস ফিকশান।
কৌতুক সংকলন হতে পারে।
গান লিখতে পারেন।
যার সৃজনশীল কাজ সবার বিবেচনায় সর্বোত্তম হবে তার জন্য আমি একটা পুরষ্কার ঘোষণা করলাম।
পুরষ্কার পরে মতামতের ভিত্তিতে ঠিক হবে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন