কৌশল বদলে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বুধ, ১৫/০৩/২০০৬ - ৯:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় বেরিয়েছে সংবাদটি। কুমিল্ল্লা থেকে খাদেমুল করিম ইকবাল জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে কৌশল পাল্টে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে জেএমবি জঙ্গিরা। র্যাব কর্মকতারা জানিয়েছেন, "জঙ্গিরা জীবনযাত্রা, পেশা, প্রযুক্তির ব্যবহার ও তাদের প্রধান অস্ত্র বোমা তৈরিতে পরিবর্তন এনেছে"। দৈনন্দিন প্রয়োজনে তারা এখন ল্যাপটপ কম্পিউটার পর্যন্ত ব্যবহার করছেন। প্রথম আলোর সংবাদ শেষ হয়েছে মোল্লা ওমরের স্ত্রী শাহিদা আত্মঘাতী বোমাটি একটি ব্যান্ডলিয়র (গুলি রাখার পকেটসহ বেল্ট) শরীরে বেঁধে বিস্ফোরণ ঘটিয়েছে এই তথ্য দিয়ে। অর্থাৎ নানাক্ষেত্রে তারা আধুনিক প্রযুক্তির আশ্রয় নিয়েছে।

কিন্তু দেশের বাইরে পালিয়ে যাওয়া জঙ্গিরা নাকি আরো উন্নত ও অভিনব কৌশল ব্যবহার করছে বলে একটি বাংলা ওয়েবসাইট থেকে পাওয়া অসমর্থিত সূত্রে জানা গেছে। অনেকে এখন পাশ্চাত্য স্টাইলে ঘুরাফেরা করছেন যাতে তাদের সহজে চেনা না যায়। সুতরাং তরুণ বয়সী কাউকে রাস্তায় বেসবলের ব্যাট বা রোলার স্কেটার নিয়ে খেলাধুলা করতে দেখলে সন্দেহমুক্ত হওয়ার কারণ নেই। বরং বেসবলের ব্যাটই নাকি তারা এখন অস্ত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা আঁটছে। তবে সবচে বিস্ময়কর খবর হচ্ছে এজন্য নাকি তারা এ্যানিমেল ব্রিগেডকেও নামিয়েছে। বেসবল হাতে কোনো শাখামৃগ বা শিম্পাঞ্জিকে যদি বাঁদরামি করতে দেখা যায় তবে তাকে অবশ্যই নব্য শায়েখ হিসেবে গ্রেফতার করতে হবে। এই এ্যানিমেল ব্রিগেডের সদস্যরা সত্যি সত্যি চিড়িয়াখানার পালিয়ে যাওয়া প্রাণী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্লাস্টিক সার্জারির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও কোনো কোনো উগ্র জঙ্গি নিজেদের চেহারায় এই পরিবর্তন আনতেও পারে বলে সূত্রগুলো অনুমান করছেন। তবে বেসবল হাতে কোনো শাখামৃগ ধরা না পরা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। র্যাবের অনুরোধে ইন্টারপোলের সদস্যরা তাই বাংলা ওয়েব সাইট যেগুলোতে জঙ্গি লেখালেখি বেশি হয় সেদিকে কড়া দৃষ্টি রেখেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন জঙ্গিরা যতই বেসবল হাতে পশ্চিমা তরুণের ভান করুন বা শাখামৃগের বেশে ধোঁকা দেয়ার চেষ্টা করুক, একটাকে ধরা গেলেই বাকীগুলোর কেল্লা ফতে হতে বাধ্য।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।