সাত ধাপে সমস্যা সমাধান

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ১৫/০৪/২০০৬ - ৭:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


যে কোনো সমস্যা সমাধানের জন্য আগে প্রয়োজন সমস্যাটিকে ঠিকভাবে চিহ্নিত করা। সঠিক কৌশল অবলম্বন করলে সমাধান শুধু সময়ে বিষয়। যে কোনো কাজ করতে গিয়ে আপনি যদি সমস্যায় পড়েন তবে সাতটি ধাপে সমস্যার সমাধান করতে পারেন। সহজ ভাষায় এই সাতটি ধাপ হলো:

1. সমস্যাটাকে বুঝা (সমস্যাটা কি বুঝতে পারা হচ্ছে সবচে কঠিন ও সবচে দরকারি ধাপ। যেমন, কেউ মনে করতে পারে তার সমস্যা হচ্ছে ভালোভাবে কাজ করতে না পারা। অথচ আসলে হয়তো পারিবারিক কারণে তিনি কাজে মনোযোগ দিতে পারছেন না। সেক্ষেত্রে পারিবারিক সমস্যাটির সমাধান করতে হবে আগে।)

2. সমস্যা সমাধানের জন্য কি কি করা যায় তার তালিকা বা লিস্ট তৈরি করুন। ( যেমন বেকারত্বের সমস্যা সমাধান করতে আপনার তালিকায় আসতে পারে চাকুরির জন্য চেষ্টা বা দরখাস্ত করা, অংশীদার হিসেবে কোনো ব্যবসায় যোগ দেয়া, সহজে টাকা পাওয়া যাবে এমন যেকোনো কাজ শুরু করে দেয়া, যেমন গৃহশিক্ষকতা।)

3. যে কোন একটা উপায় ঠিক করুন। (সমস্যা সমাধনের যে কয়টি উপায় খুঁজে পেয়েছেন ।)

4. যেকোনো উপায় নিয়ে সমস্যা সমাধানের প্রাথমিক চেষ্টা করার পর এর ফলাফল যাচাই করে দেখুন।

5. যদি প্রথম উপায়ের সমাধান কাজ না করে অন্য কোনো উপায় কাজ করে কিনা দেখুন

6. আপনার সমাধান যদি কাজ না করে তবে যাদের অভিজ্ঞতা আছে বা যারা বিশেষজ্ঞ তাদের জিজ্ঞেস করুন।

7. একান্তই যদি সুফল না পান তবে মেনে নিন যে, এখনই সমস্যার সমাধান নাও হতে পারে (পরে এই বিষয়টা আবার চেষ্টা করে দেখবেন।)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।