নোয়ার নৌকা ও ডেভিড মেনের উপন্যাস

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: সোম, ১৭/০৪/২০০৬ - ৭:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


এই সাইটে নূহের নৌকা নিয়ে অনেক লেখা হয়েছে। অনেক বিতর্কহয়েছে। অবশ্যই এই মিথের নানা ব্যাখ্যা পেয়ে গেছেন এখানকার পাঠকেরা। তবু লোভ সামলাতে পারছি না একটি বইয়ের সন্ধান দেয়ার। David Maine এর এই উপন্যাসটির নাম The Flood । দিলি্লর পেঙ্গুইন বুকস বইটি প্রকাশ করেছে যার মূল্য 250 টাকা। আর এই বইয়ের বিষয়ে পৌলোমী সেনগুপ্তের একটি পুস্তক সমালোচনা প্রকাশ করেছে ভারতের দেশ পত্রিকা তাদের 17 মার্চ 2006 সংখ্যায়। যারা দেশ জোগাড় করতে পারবেন না তারা নীচের লিংক থেকে গার্ডিয়ানের বুক রিভিউটি পড়ে নিতে পারেন।
http://tinyurl.com/m9fso

পড়ুন এবং নিজের মতামত নিজেই তৈরি করুন। মেসোপটিমিয়ার 'দি এপিক অব গিলগামেশ' বা হিন্দু পুরানের 'মৎসাবতারের কাহিনী' বা ওলড টেস্টামেন্টের 'নোয়ার নৌকা'-কাহিনী যাই হোক না কেন ডেভিড মেন তার ন্যারেটিভে তুলে ধরেছেন ঈশ্বর ভয়ে ভীত মানুষের পৃথিবী বাঁচানোর চেষ্টার নির্মম ও হাস্যাস্পদ কাহিনী। Happy Reading.


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।