পুলিশের প্রকাশ্য দুর্নীতি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২০/০৪/২০০৬ - ৭:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


পুলিশের প্রতি আমাদের আস্থা কম হওয়ার একটি বড় কারণ হচ্ছে দুর্নীতি। টিআইবি'র হিসাবে বাংলাদেশ এখন দুর্নীতি চ্যাম্পিয়ান দেশ। আর সরকারী সংস্থাগুলোর মধ্যে পুলিশ দুর্নীতি দখল করে রেখেছে প্রথম বা দ্্বিতীয় স্থান। পুলিশি দুর্নীতি বাংলাদেশে এত সহজে দেখা যায় যে এজন্য কোনো পরিসংখ্যানের প্রয়োজন হয় না। শহরের রাস্তায় ট্রাফিক পুলিশের ঘুষ খাওয়া বা ট্রাফিক সার্জেন্টরা যেভাবে টোকেন দিয়ে ট্রাক ও মালামাল পরিবহনকারীদের কাছ থেকে টাকা তোলেন তা সবার জানা।
দুর্নীতি হয়তো দেশের সব প্রতিষ্ঠানেই আছে। কিন্তু পুলিশের ক্ষেত্রে মানুষের ধারণা হলো যে প্রতিষ্ঠানটির নীচু স্তরের কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত দুর্নীতির একটি চেইন কাজ করে। সুতরাং নতুন যারা পুলিশের চাকুরিতে আসছে তারা এই দুর্নীতির চেইনের মধ্যে ঢুকে যায় আর কখনই বের হতে পারে না। এ বিষয়ে একটি ভালো উদাহরণ হচ্ছে ওসির মোটরসাইকেল কেনা। প্রতি থানায় ওসিদেরকে মোটরসাইকেল কিনতে দেখা যায়। এই মোটরসাইকেল তারা কেনেন চাকুরি পাওয়ার পর নিজের ঋণ করা টাকায় এবং সেই টাকা তোলার জন্য তারা শুরু করে চাকুরি জীবনের প্রথম দুর্নীতি। চাকুরি পেতে ঘুষ তো আছেই।

পুলিশের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির উৎসগুলো বন্ধ করা অতি জরুরি। সমগ্র দেশের দুর্নীতিকে অবশ্যই মোকাবেলা করতে হবে। কিন্তু পুলিশের ক্ষেত্রে তা করতে হবে সবার আগে। কারণ তারা দায়িত্বে আছে আইন ও শৃঙ্খলার। সেখানেই যদি দুর্নীতি বাসা বাঁধে তবে বাকী আর কোনো ক্ষেত্রে কোনো উন্নতি করা সম্ভব হবে না।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।