এবারের কাউনিসল নির্বাচন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বুধ, ০৩/০৫/২০০৬ - ৬:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


1.
ব্রিটেনে নাগরিক না হলেও ভোট দেয়া যায়। কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা এখানে ভোটার হতে পারে। গতবার পার্লামেন্ট ইলেকশনে ভোট দিয়েছি। আমার প্রার্থী জিতেনি। এবার কাউনিসল নির্বাচন 4 মে। দেখা যাক কি দাঁড়ায়।

2.
তবে আমার চেয়ে সমস্যায় আছে লেবার পার্টি। বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ঝামেলায় পড়েছে। বাঙালি অধু্যষিত টাওয়ার হ্যামলেটসে তারা আছে গভীর সংকটে। এখান থেকে এমপি হয়েছেন জর্জ গ্যালওয়ে। তার পার্টি রেসপেক্ট প্রচুর বাঙালি প্রার্থী মনোনয়ন দিয়েছে। লিবারেল ডেমোক্র্যাট থেকেও দাঁড়িয়েছেন রেকর্ড সংখ্যক প্রার্থী। রীতিমত মাইকিং চলছে। টনি ব্লেয়ার মে' মাসের পর প্রধানমন্ত্রী থাকবে কি না সেটাই এখন প্রশ্ন। লেবার পার্টির সম্মিলিত ফলাফলের ওপর নির্ভর করছে বিষয়টা।

3.
কলেজে এক ছাত্রনেতাকে ভিপি বানাতে প্রচুর খাটাখাটনি করেছিলাম। কিছুদিন আগে দেখি তিনি এখানে আমার দরজায় হাজির। অনেক কষ্টে আমাকে চিনতে পেরে তো হতবাক হয়ে গেলেন। তিনিও এবার কাউনিসলর পদপ্রার্থী। জিতে যাবেন মনে হয়। নেতৃত্বের প্রতিভা দেশ থেকে বিদেশে।

4.
আর কোনো দেশে, মানে বাংলাদেশের বাইরে, বাঙালি মনে হয় এমন রাজনীতির সাথে সংযুক্ত হয়নি। আমেরিকাতে হিউস্টনে মনে হয় বাঙালি প্রতিনিধি আছে। তবে বিলেতে অংশগ্রহণটা বিস্ময়কর পর্যায়ে চলে গেছে।

5.
এবারের নির্বাচনে আরেক উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে পোস্টাল ভোট কেলেংকারি। বিভিন্ন কাউনিসলে বেশ কিছু ভোটার অভিযোগ করেছেন যে তারা ভোট দিতে না গেলেও পোস্টে তাদের ভোট দেয়া হয়েছে বলে তারা চিঠি পেয়েছেন। স্কটল্যান্ড ইয়ার্ড এবার তাই বিষয়টি খেয়াল রাখছে। অভিযোগ উঠেছে বার্মিংহামে যেটি মূলত পাকিস্তানিদের আবাসস্থল। একই অভিযোগ উঠেছে টাওয়ার হ্যামলেটসে। এটি মূলত: বাঙালিদের আবাসস্থল।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।