জটিল প্রশ্নের কুটিল উত্তর -৬

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শুক্র, ০৫/০৫/২০০৬ - ৩:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


সতীর্থ ব্লগারদের প্রবল দাবীর মুখে জপ্রকুউ ফিরে এসেছে। তো সবাই নড়ে চড়ে বসুন। আর নির্ভাবনায় প্রাণখুলে এই নির্মল আনন্দের কূটনামিতে অংশ নিন। পুরষ্কার তো রয়েছেই। যদিও যথার্থ প্রতিযোগিতা জমছে না দেখে বিজয় একঘরে হয়ে যাচ্ছে। নতুনরাও স্বাগত:। এবার প্রশ্ন সোজা। গণিতে যারা ভালো তারা হয়তো সুবিধা করতে পারবে। পিথাগোরাস থেকে কপি মারলেও আমার আপত্তি নাই। শর্ত একটাই। উত্তর যথেষ্ট কুটিল হতে হবে। কূটনামীতে যাদের সুনাম আছে তাদের বিশেষ আমন্ত্রণ। শিল্পটাকে এগিয়ে নিতে হবে।

অনেক ভূমিকা হলো। এবার প্রশ্নে আসি। এবারের প্রশ্ন বিখ্যাত গণিতবিদ ও জ্যামিতি-বিশেষজ্ঞ হিমুর মস্তিষ্ক প্রসূত। হিমুকে অশেষ ধন্যবাদ। তো প্রশ্ন হলো:

"ত্রিভুজের তৃতীয় বাহুর কাজ কী?"

কূটকেরা বসে পড়ুন। লিখে পড়ুন কুটিল উত্তর। জ্যামিতি বইয়ের সাহায্য নিতে পারেন। মানা নাই। একান্ত বই না পেলে এই সাইটে খোঁজাখুঁজি করুন। যুৎসই উত্তর পেয়ে যাবার সম্ভাবনা 100%।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।