বিরক্তিকর ফোনকল বন্ধ করা:১

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: রবি, ০৭/০৫/২০০৬ - ৭:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:


টেলিফোন যন্ত্রের বিপ্লব হয়ে গেছে। এখন মানুষকে বিরক্ত করতে ঘর পর্যন্ত যেতে হয় না। মোবাইল ফোন বা ল্যান্ড লাইনে ফোন করেই মাথা টং করে দেয়া যায়। প্রায় সবারই অভিজ্ঞতা আছে আশা করি এইসব বিরক্তিকর ফোন কল নিয়ে। মূলত: সেলসপার্সনরা এসব কল করে নানা রকম পণ্য কেনার জন্য বায়ন্নাকা করেন। প্রাইজ, লটারির লোভ দিয়েও ফোন আসে প্রায়ই। কিভাবে সেসব ফোন কলারদের বিরুদ্ধে পছন্দমাফিক ব্যবস্থা নেয়া যায় সে সম্পর্কে পরের দফায় লিখবো। এবার শুরু করছি বিরক্তিকর ডাকাডাকির প্রাথমিক পর্যায়ের ঘটনা নিয়ে।

মসজিদে নামাজ পড়তে গেলে এক ধরনের লোক ডাক দেয়, "ভাই নামাজের পরে একটু থাকবেন। আমরা কিছু কথা বলবো।" সেখান থেকে যদি ছাড়া পেলেন তো তারা দলে-বলে লাইন ধরে বাসার দরোজায় এসে কড়া নাড়ে। ভাই আমরা পাশের মসজিদ থেকে এসেছি দ্্বীনের দাওয়াত দিতে। দ্্বীনের রাস্তায় আহবান জানাতে এরা বড় নাছোড়বান্দা।

বিশ্ববিদ্যালয়ে থাকতে মালয়েশিয়া থেকে আসা এরকম এক লোক যখন বিরক্ত করছিলো তখন ওকে একটু ঘষে দিয়েছিলাম। বললাম, তুমি প্রচার চালাতে এদেশে কেন এসেছো? এতো সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ। তোমার দেশে তো অনেক অমুসলিম। ওদেরকে মুসলমান বানাওগে যাও। ...ওই লোক আমতা আমতা করে কিছু বলতে চাচ্ছিল কিন্তু আমার যুক্তির কাছে ধোপে টিকছিলো না। শেষে ওকে বল্লাম, "স্যরি, তুমি আমাদের মেহমান। কিন্তু তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, তোমার কাজ-কর্মে আমার মত অনেকেই বিরক্ত হয়। ধর্মকে বিরক্তির পর্যায়ে না গেলে কি চলে না?"

এখন আর এমন কড়া করে বলি না। নানারকম জটি
ল সব অস্ত্র-উপায় বের করেছি। তবে আজকে হাসলাম নাসিমের কথা শুনে। এখন প্রযুক্তির বাড়-বাড়ন্ত। ঘর পর্যন্ত কেউ আসে না। ফোন করে। তো ব্লগে সিডনিবাসী বাঙালিদের যে চিত্র দেখতে পাই তাতে আশংকিত হয়ে নাসিমকে জিজ্ঞেস করলাম, হিজাব-তাবলিগ এসবের কি অবস্থা? নাসিম একটা মজার গল্প শোনালো। কায়দা খারাপ না। আপনারাও কাজে লাগাতে পারেন।

নাসিম বললো ফোন আসে প্রায়ই। "ভাই আজকে আসুন, একটু বসি, আলাপ-আলোচনা করি"। নাসিম নানাভাবে গাঁইগুঁই করে অন্যদিনের কথা বলে ছাড়া পায়। তো একদিন ফোনওয়ালা ছাই দিয়েই ধরলো, "আজ তো ভাই কোনো কাজ নাই আপনার, আজ আসতেই হবে আপনাকে।"

নাসিমও দমবার পাত্র নয়। সে বললো, "আজ আমি আসতেই পারবো না"।
ফোন করনে ওয়ালা বললো, 'কেনো ভাই, আজ তো আপনার কোনো কাজ নাই। আজ আপনি না করতে পারবেন না।"
নাসিম: আজ আমাকে না করতেই হবে।
ফোন ওয়ালা: ভাই কি এমন কাজ পড়েছে আপনার?
নাসিম জবাব দিল, " ভাই, বাংলাদেশ থেকে আমার শ্বাশুড়ি এসেছেন। উনাকে নিয়ে একটু সি-বীচে যেতে হবে।"

এরপর থেকে নাসিমের বাসায় দাওয়াতী ফোন বন্ধ হয়ে গেছে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।