ব্লগের খবরঃ উপযুক্ত 'সপ্তাহের সেরা ব্লগার' পাওয়া যাচ্ছে না

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ১১/০৫/২০০৬ - ৭:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:


সেরা ব্লগার বাছাই করার আয়োজনটি নিয়ে অনেক কথা হয়েছে।এখন সেরা বস্নগার হিসেবে যে ছবি দুটি ঝুলছে সম্ভবত: সেগুলো তিন সপ্তাহের বেশি সময় ধরে ঝুলছে। অবস্থাদৃষ্টে মনে হয় শুভ ও শাওন-ই এই ব্লগের পার্মানেন্ট সেরা ব্লগার হয়ে গেছেন। অথবা কর্তৃপক্ষ উপযুক্ত সেরা ব্লগার খুঁজে পাচ্ছেন না। ব্লগিং-এ সবাইকে আগ্রহী করতেই এই ফিচার যুক্ত করা হয়েছিলো সন্দেহ নেই। কিন্তু রেটিং-এর মত 'সপ্তাহের সেরা ব্লগার'-এর কার্যকারিতা দেখা যাচ্ছে না। দেখে শুনে মনে হচ্ছে এই ফিচারটির আদতে কোনো প্রয়োজনই নেই। তবে নবীন ব্লগারদের নিয়মিত লেখার অভ্যাস তৈরি করার অনুপ্রেরণা হিসেবে এটি হয়তো কাজ করতে পারে। তবে সুমন চৌধুরীর অনুমান যদি ঠিক হয় তবে টোপ দেয়াটা কাজে আসছে না কারণ কেঁচোই মনে হয় মাছ খেয়ে ফেলছে।

'সপ্তাহের সেরা ব্লগার' হওয়া ঠেকাতে অনেকে জোর আপত্তি জানিয়েছেন প্রথম থেকেই। মুখফোড় ঝুলে থাকার সময়টা উধাও হয়ে গেছিলেন। ব্রাত্য রাইসু প্রতিবাদী পোস্ট দিয়েছিলেন। আপত্তি জানিয়েছিলেন লুনা রুশদিও। এই তালিকায় অনেকেই আছেন হয়তো। তবে এই সেরা ব্লগার হওয়ার পর লেখালেখিতে ভাটা পড়েছে অনেক ব্লগারের। সেটি আমাদের জন্য খুবই আশংকার। হীরক লস্কর স্তব্ধ হয়ে গেছেন, রাইসু ও লুনা চুপ মেরে গেছেন, শুভ দু'শ করার পর কমিয়ে দিয়েছেন পোস্টের হার, শাওন-ও কেমন যেন ছটফট করছেন। ব্যতিক্রম আছেন, যেমন অমি রহমান পিয়াল। কিন্তু অনেকের ক্ষেত্রেই এই প্রবণতা দেখা যায়। তবে কি সেরা হয়ে যাওয়ার পর আর কোনো অনুপ্রেরণা পান না তারা লেখা চালিয়ে যাওয়ার। কর্তৃপক্ষকে আরো বড় পর্যায়ের উপাধি ঘোষণা দিতে হবে মনে হয়।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।