লর্ডির হার্ড রক হালেলুয়্যা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ২০/০৫/২০০৬ - ৬:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ছবিটি কি খুব ভয়ংকর লাগছে? না এরা মানুষখেকো দানব নয়। এরা সঙ্গীতশিল্পী। শুধু হার্ডরক গায় এই যা। আর হার্ডরকের শিল্পীদের এরকম অদ্ভুতুড়ে ভয়ংকর গেটাপ খুব একটা বিরল কিছু নয়। তবে ইউরোভিশন 2006 প্রতিযোগিতার জন্য এটি রীতিমত চমক। তবে হার্ডরক ভক্তদের জন্য সুখবরই বলা যায় একে। ইউরোভিশন প্রতিযোগিতা যারা আগে দেখেছেন তারা জানেন এই প্রতিযোগিতায় ইউরোপের সবক'টি দেশের উদীয়মান সঙ্গীত প্রতিভারা অংশ নেন। আর সব দেশের ভোটে একজন বা একটি দল প্রতিযোগিতায় বিজয়ী হন। অনেক নামকরা শিল্পীরাই এই প্রতিযোগিতায় জিতেছেন। প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ।

ইউরোভিশনের ইতিহাসে সবচে' আজব দলটি মনোনয়ন পেয়েছে এবার। তারা নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড থেকে। অর্থাৎ ফিনল্যান্ডের অন্যসব প্রতিযোগীদের হারিয়েই তারা স্থান করে নিয়েছে মূল প্রতিযোগিতায়। এই হার্ডরক গ্রুপ মনে করে ইউরোভিশনের বাকীসব দল যদি নিরামিষভোজি হয় তবে তারা হচ্ছে মাংসাশী। দলটির নাম লর্ডি। নিজেদেরকে তারা মনে করে মনস্টারদের মনস্টার। দলের সবাই খুবই ভয়ংকর পোষাক পরে থাকেন। প্রকাশ্যে তাদের কখনো সাধারণ পোষাকে দেখা যায় না। গত 10 বছর ধরে তারা এটি করে আসছেন। ব্লগারদের যারা হার্ডরক ভালবাসেন তারা এই গ্রুপ সম্পর্কে জানতে উইকিপিডিয়া সার্চ করতে পারেন।

অন্যান্যদের জন্য দিচ্ছি ওদের ভিডিও'র লিংক। http://www.youtube.com/watch?v=POO33XjtAws এখানে হার্ড রক হালেলুয়্যা গানটি আছে। দেখুন ওরা কি জিততে পারবে ইউরোভিশন 2006?

আর ওদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে : http://www.lordi.org/


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।