গন্ডগোলের গপ্পো ১

সমুদ্র এর ছবি
লিখেছেন সমুদ্র [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২১/০৮/২০০৮ - ৮:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গত কয়েকটা দিন যা গেলো, পুরা মাথা খারাপ অবস্থা। ভিসা পাওয়া নিয়া মানুষ ঝামেলায় পড়ে জানতাম, কিন্তু প্লেনের টিকেট-এর জন্য যে এত গোলমাল সহ্য করতে হইতে পারে তা বুঝলাম এইবারে।

আমরা যারা ইটালি যাচ্ছি, সবাই খুব সহজে ভিসা পেয়ে গেছিলাম। তখন আমাদের খুশি দেখে কে! কিন্তু উপরওয়ালার মুচকি হাসি আমরাও দেখতে পাই নাই মন খারাপ । তো ভিসা পাওয়ার পর যেইখানে থেকে আমরা বুকিং দিছিলাম ওই ব্যাটারা বললো, মাত্রই তো ভিসা পাইলেন, কয়েকটা দিন আরাম করেন, এইতো আমরা টিকেটের ব্যবস্থা করতেছি। আমরাও নাদান বালক ফটিকের মতো পায়ের উপর পা তুইলা 'ইউরোপিয়ান ড্রিম' দেখায় সময় দিলাম। এইভাবে কয়েকদিন যাওয়ার পর মাঝখানে খবর আসলো যে টিকেট নাকি পাওয়া যাচ্ছে না। আমরা পাত্তা দিলাম না, দুর্জনেরা তো কত কথাই বলে, সব কিছুতে কান দিতে হয় নাকি?

আরো কয়েকদিন পর আমাদের টনক নড়লো, বুঝলাম সমস্যা প্রকট এবং দিবাস্বপ্নের বদলে দুঃস্বপ্ন দেখা শুরু করলাম। আমরা নয় জন ইটালিতে উচ্চশিক্ষাগামী যুবক একসাথে টিকেট বুকিং দিছিলাম। সবাই প্যানিকড হয়ে পড়াতে সমস্যা ঘোরতর আকার ধারণ করলো - এই নয় জনের অনেকেই পারসোনালি ট্রাই করা শুরু করলো, এবং (যেহেতু বাঙ্গালি জাতিগত ভাবেই জোট বাধায় বিশ্বাসী) সবাই চেষ্টা করলো নয় জনের জন্যই। ফলে সব লো কস্ট সিটগুলি বুকড হয়ে গেলো (নিশ্চয়ই আমাদের মতো এইরকম আরো কয়েকটা গ্রুপ আছে!)। আমাদের বাজেটের মধ্যে আর কিছুই পাওয়া যাচ্ছিলো না। আমাদের একজনকে তার ট্রাভেল এজেন্ট বললো, "আপনারাই তো মার্কেট গরম করছেন!"

এইরকম প্রচুর টুকটাক কাহিনী হইলো - টানা দুইদিন বসে থেকেও টিকেট পাওয়া গেলো না, একজনের নামের বানান ভুলের জন্য সবার বুকিং বাতিল হয়ে গেলো, আবার একজন টাকা দিয়ে টিকেট হাতে নিয়া নিশ্চিন্ত হওয়ার পরের দিন জানতে পারলো আসলে টিকেট বাতিল। এর মাঝে একজন আবার সিস্টেম করে আমাদের সবাইরে বোকা বানায়ে নিজের ব্যবস্থা করে ফেললো। গায়ে-গতরে বাড়লেও এখনও অনেক কিছু শেখা বাকি আছে, এইটা বুঝতে পারলাম। এইসব কাহিনী যা বললাম, সব আমার নিজের দেখা। অন্যান্য সবার নিশ্চয়ই এই টাইপ কাহিনী স্টকে আছে। যাহোক, সবাই মিলে ট্রাই করার কারনেই গ্যাঞ্জাম হচ্ছে, এইটা বুঝতে পেরে সবাই দুই-তিন জন এর দলে ভাগ হয়ে গেলো এবং যতটুকু জানি সবাই মোটামুটি টিকেট পেয়ে গেছে, একদিনের চেষ্টাতেই। লোয়েস্ট দামের চেয়ে পাঁচ বা দশ হাজার টাকা বেশি দিয়ে অবশ্য।

অনেকেই বললো, এইটা নাকি বেশ কমন; খুব রাশ আওয়ারে এজেন্টরা কম দামের টিকেটগুলি বুক করে দামের লেভেলটা বাড়ায় দেয়। আর আমাদেরকে বেশি দাম দিয়েই কিনতে হয়। এই কাহিনীর 'মরাল অব দ্য স্টোরি' কি হইতে পারে সেইটা নাহয় না চিন্তা করলাম, কিন্তু আপনারা কেউ 'এহসান এয়ার ট্রাভেলস' নামের কোন ট্রাভেল এজেন্ট থেকে কোনদিন টিকেট কেনার ধান্দা কইরেন না কখনোই, তাইলে এই কাহিনীর পুনরাবৃত্তি হওয়ার সমূহ সম্ভাবনা আছে!


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

ব্যাপার না।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

ধুসর গোধূলি এর ছবি
জ্বিনের বাদশা এর ছবি

হা হা হা হা হা হা হা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুশফিকা মুমু এর ছবি

তাওতো শেষ পর্যন্ত সব ঠিক হল খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সমুদ্র এর ছবি

ধূগো, এহসান ট্রাভেলস এর নামে যে কমপ্লেন করি নাই, এইটা ওই ব্যাটাদের বহুত শুকরিয়া!
সেটাই, শেষ পর্যন্ত সব ঠিক হলো দেখেই না গপ্পোটা আপনাদের শোনাতে পারলাম, নাহলে তো এতক্ষণে জাহাজের বুকিং দেয়ার জন্য ছুটতে হইতো।
-------------------------------
কতই রংগ দেখি দুনিয়ায়...

"Life happens while we are busy planning it"

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভকামনা হাসি
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ভোটকা (আমি জানি তুই এখন আর ভোটকা না বরং আমিই ভোটকা কিন্তু বলতে বলতে অভ্যাস হয়ে গেছে
খাইছে ), লেখাটা অনেক ভাল হইছে ... আগেই পড়ছিলাম কিন্তু কমেন্ট দিতে ভুলে গেছি ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

ছায়ালীন [অতিথি] এর ছবি

আর লেখস না কেন?

-শাহান
(offroad ডট shahan অ্যাট জিমেইল.কম)

হাসান মোরশেদ এর ছবি

শেষ লেখা একুশ আগষ্ট ২০০৮ ।

সমুদ্রকে কি এতো স্থবির মানায়?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।