মাইক্রোসফটের মুণ্ডু বিভ্রাট

সমুদ্র এর ছবি
লিখেছেন সমুদ্র [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৭/০৮/২০০৯ - ৮:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাইক্রোসফট এর একটা বিজ্ঞাপন নিয়ে বাজারে (পড়ুন ব্লগ দুনিয়ায়) বেশ হাসাহাসি চলছে। বড় কোম্পনি হলে যা হয় আর কি - ছোট ভুলের বড় মাশুল। শুধু হাসাহাসির মধ্যে না থেকে অনেকে আবার এটাকে "বর্ণবাদী আচরণ" বলেও আঙ্গুল তুলেছেন আর মাইক্রোসফট বাবাজীও এর মধ্যেই সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।
ঘটনাটা কি?
মাইক্রোসফট এর "বিজনেস প্রডাক্টিভিটি" এর ওয়েবপাতাটির আমেরিকা ভার্সনে আছে এই ছবিটা (বড় করে দেখতে ক্লিক করুন):

auto












আর তাদের একই ওয়েবসাইটের পোলিশ ভার্সনে ছিলো (এখন আর নেই) এই পরের ছবিটা:


auto










দুটি ছবির মধ্যে পার্থক্যটা হলো শুধুমাত্র মাঝের মডেলে, মাথাটাকে শুধু রিপ্লেস করে দেয়া হয়েছে। মজার ব্যাপার, খেয়াল করলে দেখবেন, হাতটা কিন্তু একই আছে, কালো থেকে আর সাদা করা হয়নি। ফটোশপের ভুল! এই কালো ধড়ে সাদা মুণ্ডু বসানো থেকেই জনগণের ক্ষেপে যাবার সূত্রপাত।

আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে এইটা মার্কেটিং পলিসি ছাড়া আর কিছুই না। পোল্যান্ডে যেহেতু কালো জনগোষ্ঠী খুবই কম, তাই খুব স্বাভাবিক একজন কালো মানুষকে বিজ্ঞাপনে দেখে পোলিশরা খুব একটা আন্দোলিত হবেনা। দাও তাই সাদা মুণ্ডু লটকে। পলিসি ঠিক ছিলো তবে হাতটা বাদ রাখাটাই যা ভুল হয়েছে!
বলছিলাম ব্লগোস্ফিয়ারের হাসাহাসির কথা, একটি সাইট এই ছবিতে ইচ্ছেমত মুণ্ডু বদলে দেয়ার কম্পিটিশান চালু করেছে - সবচাইতে মজার ছবিটির জন্য পাঠক পাবে একটা "বিং" টি-শার্ট! বক্রাঘাত আর কাকে বলে!


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সকালে পড়েছি খবরটা। পোলান্ডে সব সাদা বলে নাকি এটা ওদের কাছে "এক্সেপ্টেবল"। লক্ষ্য করুন পাশের এশিয়ান (পড়ুন চিনা) টাকে কিন্তু সরানো হয়নি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সমুদ্র এর ছবি

কালো না থাকলেও "চিনা" চেহারার অভিবাসী ভিয়েতনামিজ নাকি ভালো পরিমাণেই আছে পোল্যান্ডে, সেকারণেই হয়তো।

"Life happens while we are busy planning it"

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা

কীর্তিনাশা এর ছবি

হো হো হো

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

লোকটা মনে হয় 'ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম' ব্যবহার করতো দেঁতো হাসি

যাই হোক, মজা পাইলাম।

সুহান রিজওয়ান এর ছবি

দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

এত বড় কোম্পানী, টাকা বাচাঁনোর জন্য শেষ পর্যন্ত ফটোশপের কাছে যেতে হলো? পোল্যান্ডের জন্য একটা নুতন বিজ্ঞাপন বানালে কি হতো? আমি এর মধ্যে আবার অন্য ব্যাপার দেখতে পাচ্ছি! মাক্রসফট কি গরীব হয়ে যাচ্ছে? চোখ টিপি

সমুদ্র এর ছবি

আহা, মাইক্রোসফট ফকির হইলে কতই না খুশি হইতাম! আপনার মুখে ফুলচন্দন পড়ুক!
আসলেই "খুদে-নরম" (এইটা মনে হয় রাগিব ভাইয়ের কপিরাইটেড টার্ম) এর মতো অ-খুদে কোম্পানির এত খুদে বাজেটের বিজ্ঞাপন বানানো মানায় না। মনটা ছোট আরকি চোখ টিপি
দুর্জনেরা আবার খেয়াল করছে যে এই ছবির মনিটরটার নাকি কোন পাওয়ার কানেকশান নাই, আমি যদিও দেইখা বুঝলাম না খাইছে

"Life happens while we are busy planning it"

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

হ্যা, রাগিব ভাইয়াকে এই শব্দ বলতে শুনেছি অনেক বার।

পাওয়ার ক্যাবল কিন্তু আসলেই নাই! আপনি বলার পর আমি খুটিয়ে দেখলাম। হাসি

সচল জাহিদ এর ছবি

অবাক হলাম । ধন্যবাদ খবরটা শেয়ার করার জন্য।

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি তো হাতের রঙে কোন পার্থক্য দেখতে পেলামনা। মানে সাদা মানুষের কালো হাত বলে তে মনে হলনা। সমস্যাটা কোথায় তাহলে?

সমুদ্র এর ছবি

সেইভাবে খেয়াল না করলে আসলে কোন পার্থক্য নাই। "সমস্যা"টা হইছে জনসাধারণের বোধগম্যভাবে একটা কালো মানুষের শরীরে সাদা মানুষের মাথা বসানোয়, হাত লাল-নীল হইলেও কিছু আসে যায় না হাসি
আমার কাছে মনে হইছে শুধুই এইটা নিয়া এত হাউকাউ, ক্ষমা চাওয়ার মতন কিছুনা। তবে মাইক্রোসফট এর মতন কম্পানি পান থেকে চুন খসালেই পাবলিক খোঁচাবে এইটাই স্বাভাবিক।

"Life happens while we are busy planning it"

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ও তাই বলেন। তা হবে হয়তো। কারণ হাতে কোন কিছু দেখলাম না। কালোর মাথায় সাদা বসানোতেই তাহলে এত কান্ড? ‍!

সাইফ তাহসিন এর ছবি

মজা পাইলাম সমুদ্র ভাইজান, আর আসলেও খালি কিবোর্ডের তার আছে, এ যুগে ক্ষুদে-নরম কোম্পানি যদি তার ছাড়া মনিটর চালাইতে পারে, তাদের তআর ওয়ালা কিবোর্ড কেন, ঠিক বুঝলাম না। বিল কাগুরে মনে হয় সিরিয়াস ধোলাই দেওয়া দরকার। আর ফটোশপ তো এডোবির, সম্ভবত তারা নিজেদের কোন হাকুল্লা সফ্টওয়ার দিয়ে করসে গড়াগড়ি দিয়া হাসি আর যারে দিয়া করাইসে সে ঐ সফটওয়ার বা এড কোনটাই আগে করে নাই হো হো হো

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সমুদ্র এর ছবি

সাইফ তাহসিন লিখেছেন:
ম সম্ভবত তারা নিজেদের কোন হাকুল্লা সফ্টওয়ার দিয়ে করসে গড়াগড়ি দিয়া হাসি আর যারে দিয়া করাইসে সে ঐ সফটওয়ার বা এড কোনটাই আগে করে নাই হো হো হো

হো হো হো

"Life happens while we are busy planning it"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।